X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সায়েদাবাদ থেকে ছাড়ছে না দূরপাল্লার কোনও বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১১:০৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১১:১১

 

সায়েদাবাদ থেকে ছাড়ছে না দূরপাল্লার কোনও বাস রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার অধিকাংশ বাস চলাচল বন্ধ আছে। মঙ্গলবার সকালে কিছু বাস ছেড়ে গেলেও বেলা ১০টার পর আর কোনও বাস ছেড়ে যেতে দেখা যায়নি।

প্রতিটি কাউন্টারে অংখ্য যাত্রী অপেক্ষা করছেন। বাস না ছাড়ায় তাদের দুর্ভোগ চরমে।

মেলাতুন্নেসা নামের এক যাত্রী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিলেটে যেতে হবে। এক ঘণ্টা ধরে বসে আছি। কোনও বাস ছাড়ছে না।’

আল মোবারকা পরিবহন বাস কাউন্টারের কর্মী নাসির বলেন, ‘নেতাদের নির্দেশ না পাওয়া পর্যন্ত কোনও বাস ছাড়বো না। তবে সকালে কয়েকটি বাস ঢাকা ছেড়ে গেছে, এখন কোনও বাস ছাড়ছি না।’

তিনি আরও বলেন, ‘দুপুর ১২টার পর আমরা কয়েকটি বাস ছাড়ার চিন্তা ভাবনা করছি।’ 
উল্লেখ্য, চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীর সহ পাঁচজনের নিহতের ঘটনায় ঘাতক বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মানিকগঞ্জ আদালত। এই রায়ের প্রতিবাদে রবিবার থেকে খুলনা বিভাগের ১০ জেলায় রবিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

জামির হোসেনের রায়ের প্রতিবাদে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ২দিন পালন শেষে মঙ্গলবার ভোর ৬টা থেকে দেশব্যাপী ছড়িয়ে পড়ছে।

দেশব্যাপী ধর্মঘট আহবানের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু সোমবার রাত সোয়া ১১টায় বলেন, ‘মঙ্গলবার ভোর ৬টা থেকে দেশব্যাপী পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে।’

ছবি: নাসিরুল ইসলাম।

/ওএফ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক