X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

৬ বছরেই ব্যাটালিয়ন আনসারদের চাকরি স্থায়ী হওয়ার বিল পাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৮

জাতীয় সংসদ
এখন থেকে চাকরির বয়স ছয় বছর হলেই স্বপদে স্থায়ীভাবে নিয়োগ পাবেন ব্যাটালিয়ন আনসার সদস্যরা। মঙ্গলবার জাতীয় সংসদে এ সংক্রান্ত সংশোধনী এনে ‘ব্যাটালিয়ন আনসার (সংশোধন) বিল-২০১৭’ পাস হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সংসদে এই বিল পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জাতীয় পার্টির সংসদ সদস্যদের সংশোধনী প্রস্তাবগুলো নাকচ হয়ে যায়।

গত ৯ ফেব্রুয়ারি বিলটি সংসদে উত্থাপনের পর তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বর্তমান আইনে ব্যাটালিয়ন আনসার সদস্যদের চাকরি নয় বছর পর স্থায়ী হয়। এই আইনে বলা আছে, যেসব ব্যাটালিয়ন আনসার সদস্য নয় বছর বা তার বেশি সময় চাকরি করবেন, তাদের বিধি অনুযায়ী স্বপদে স্থায়ীভাবে নিয়োগ করা যাবে। তবে মঙ্গলবার পাস হওয়া বিলে ছয় বছর চাকরির পর স্থায়ী পদে নিয়োগ দেওয়ার বিধান রাখা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অঙ্গীভূত ব্যাটালিয়ন আনসার অন্যান্য শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মতো। সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীদের মতো নিয়োগ পরীক্ষার মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হয় এবং নির্ধারিত প্রশিক্ষণ দেওয়া হয়। তবে অন্যদের মতো সাধারণভাবে দুই বছর সন্তোষজনক চাকরির পর তাদের চাকরি স্থায়ী হয় না। বরং বিদ্যমান আইনের বিধান অনুযায়ী, অঙ্গীভূত হিসেবে দৈনিক ভাতাদির ভিত্তিতে নয় বছর পর স্কেলভিত্তিক স্থায়ী পদে নিয়োগ দেওয়া হয়।

তিনি আরও বলেন, বর্তমান সরকার বর্ণিত আইনে ব্যাটালিয়ন আনসার সদস্যদের অঙ্গীভূত ও স্কেলবিহীন চাকরির মেয়াদ নয় বছর থেকে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।

/ইএইচএস/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ