X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বিদেশের মাটিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৭, ২২:০৯আপডেট : ১৮ মার্চ ২০১৭, ০০:২৯

মুম্বাইয়ে বাংলাদেশ মিশনের উপ-হাইকমিশনার সামিনা নাজ (ডানদিকে) ছবি প্রদর্শন করছেন। যথাযোগ্য মর্যাদা এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিদেশে বিভিন্ন বাংলাদেশি মিশনে উদযাপন করা হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। ভারতের মুম্বাই, নেপালের কাঠমাণ্ডু ও থাইল্যান্ডের ব্যাংককে দিবসটিতে ছিল নানান আয়োজন। পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

কাঠমাণ্ডুস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ছিল আলোচনা সভা। এ ছাড়া কাঠমাণ্ডু বিদ্যাকুঞ্জ স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে শিশু-কিশোর চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায়। তাদের মধ্য থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন কাঠমাণ্ডুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামশ। এ সময় বাংলাদেশে বঙ্গবন্ধুর জন্মদিন জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হওয়ার ব্যাপক তাৎপর্য রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রদূত মাশফি বিনতে শামশ বলেন, ‘আগামী দিনের সুনাগরিক হয়ে গড়ে ওঠার লক্ষ্যে প্রতিটি শিশুর উচিত বঙ্গবন্ধুর মতো বিশ্বনেতাদের জীবনী ও রাজনৈতিক দর্শন গভীরভাবে অধ্যয়ন করা।’

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামশ এবং অন্যান্যরা বঙ্গবন্ধুর ছবিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। এদিকে মুম্বাইয়ে বাংলাদেশ উপ-দূতাবাসের চ্যান্সারী ভবনে দিবসটি উদযাপন উপলক্ষ্যে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে ছিল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, আলোচনা, দোয়া ও প্রার্থনা, কেক কাটা এবং শিশু সমাবেশ ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

আমন্ত্রিত অতিথি ও শিশু-কিশোরদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন মুম্বাইয়ে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার সামিনা নাজ। এরপর উপস্থিত বাংলাদেশি ও ভারতীয় শিশু-কিশোররা শিশু সম্মেলন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন উপ-হাইকশিনার এবং বিশেষ অতিথি সিএনএন-এর কলামিস্ট ও সংগীতশিল্পী বাংলাদেশি বংশোদ্ভুত ভারতীয়-ব্রাজিলিয়ান মিজ্ কারলিতা মোহিনী মারিয়া।

এদিকে থাইল্যান্ডের ব্যাংককেও দিবসটি উদযাপন করেছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। এখানে ‘আমাদের হৃদয় বঙ্গবন্ধু’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় দেশটিতে অবস্থানরত প্রবাসী শিশু-কিশোররা। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন অতিথিরা।

অনুষ্ঠানে থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম বলেছেন, ‘বঙ্গবন্ধুর প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ মূল্যবোধের প্রচার করে সন্ত্রাসবাদ ও চরমপন্থীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে আমাদের।’

/এসএসজেড/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত