X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মুফতি হান্নানসহ ৩ জনের ফাঁসি স্থগিতের আহ্বান অ্যামনেস্টির

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ মার্চ ২০১৭, ০৭:১৭আপডেট : ২৩ মার্চ ২০১৭, ০৭:১৯

 

অ্যামনেস্টি সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি মুফতি হান্নানসহ তিন আসামির ফাঁসির আদেশ স্থগিত করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বুধবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানায় সংস্থাটি। বিবৃতিতে তিন ফাঁসির আসামিকে ক্ষমা করে তাদের জীবন বাঁচানোর জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বুধবার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি আবদুল হান্নান, তার সহযোগী শরীফ শাহেদুল বিপুল ও দেলোয়ার হোসেন রিপনের মৃত্যু পরোয়ানা প্রথমে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পৌঁছানো হয়। সেখান থেকে সিলেট কারাগারে রিপনের মৃত্যু পরোয়ানা সিলেট কারাগারে এবং মুফতি হান্নান ও বিপুলের মৃত্যু পরোয়ানা কাশিমপুর কারাগারে পাঠানো হয়। ২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালাল (রা.) এর মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা চালালে  তিন জন নিহত হন। 

বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশবিষয়ক গবেষক ওলোফ ব্লমকিউবিস্ট বলেন, ‘এই ফাঁসি শিগগিরই থামাতে হবে। নিরপেক্ষ বিচারের মাধ্যমে দোষী প্রমাণিত হলে তাদের শাস্তি হওয়া উচিত। কিন্তু মৃত্যুদণ্ড কখনো সমাধান হয়। এতে করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের নামে বাংলাদেশ কর্তৃপক্ষ আরও প্রাণ নিতে যাচ্ছে।’

ওলোফ আরও বলেন, ‘মৃত্যুদণ্ড সবসময় মানবাধিকার লঙ্ঘন। যাবজ্জীবন কারাদণ্ডের চাইতে অপরাধ প্রবণতা ঠেকানোর কার্যকর কোনও উপায় নেই। ফাঁসিতে মানুষকে ঝোলানোর ফলে বাংলাদেশকে নিরাপদ করবে না, এতে শুধু মৃত্যু তালিকায় নতুন নাম যুক্ত করবে।’ বিবৃতিতে উল্লেখ করা হয়, বিশ্বের অল্প যে কয়েকটি দেশে মৃত্যুদণ্ড বহাল রয়েছে বাংলাদেশ সেগুলোর একটি। ২০১৫ সালে চারজনকে ফাঁসি দেওয়া হয়েছে এবং প্রায় ২০০ মানুষকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।

ওলোফ বলেন, ‘আমরা রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে আহ্বান জানাই তিনজনকে ক্ষমা করে তাদের জীবন বাঁচানোর জন্য। বাংলাদেশর উচিত মৃত্যুদণ্ড সম্পূর্ণভাবে বাতিল। বিশ্বের অনেক বেশি দেশই বুঝতে পারছে, ন্যায় বিচারের ক্ষেত্রে বা অপরাধ কমানোর জন্য জীবন কেড়ে নেওয়া কোনও কার্যকর উপায় না।’

বিবৃতিতে দাবি করা হয়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে কোনও অপরাধ ও পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে।

/এএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা