X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ দেখতে চায় জাতিসংঘ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৭, ১৪:৪৫আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৪:৪৫

 

তোফায়েল আহমেদ আগামী নির্বাচনে জাতিসংঘ বাংলাদেশের সব রাজনৈতিক দলের অংশগ্রহণ দেখতে চায় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্ময়কারী এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রবার্ট বি. ওয়াপকিনসের সঙ্গে বৈঠক শেষে তোফায়েল আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘‘জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বেশ কয়েকটি ইস্যুতে আলোচনা করেছেন। বিশেষ করে আগামী নির্বাচন বিষয়ে জাতিসংঘের আবাসিক সমন্ময়কারী জানিয়েছেন, ‘আগামী নির্বাচন হতে হবে স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ। আমরা চাই শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হোক। সব দলের অংশগ্রহণ আমরা দেখতে চায়।’ জবাবে আমি তাকে জানিয়েছি, ‘বিএনপি নির্বাচনে আসবে। আপনারা নিশ্চিত থাকেন সব দলের অংশগ্রহণে আগামীতে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বাংলাদেশে আর কোনও নির্বাচন হবে না। বর্তমান সরকারই আগামী সংসদ নির্বাবনে নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। তখন সরকার শুধু রুটিন কাজ করবে, আর নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।’’

তোফায়েল আহমেদ বলেন, আলোচনার এক পর্যায়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জানিয়েছেন নির্বাচন কমিশন গঠন নিয়ে বিরোধী দল ও বিএনপির বিরোধীতা তেমন জোরালো ছিল না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের কারখানাগুলোতে আইএলও’র নীতিমালা অনুযায়ী শ্রমিকদের শ্রম সুবিধার ব্যবস্থা করার কথা জানিয়েছে জাতিসংঘ। এছাড়া জঙ্গি ইস্যুতে বাংলাদেশ সরকারের তৎপরতার প্রশংসা করে রবার্ট বি. ওয়াপকিনস জানিয়েছেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সরকারের তৎপরতায় সন্তুষ্ট। কারণ জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার জনসচেতনতা সৃষ্টি করতে পেরেছে।’

টেকসেই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘আমি তাকে জানিয়েছি, এসডিজি বাস্তবায়নে সরকার সবকিছু করছে। ২০৩০ সালের মধ্যে দেশের হত দরিদ্রের সংখ্যা তিন শতাংশে নেমে আসবে। আমাদের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করা হলে এসডিজির ৮২ শতাংশ বাস্তবায়ন সম্ভব হবে।’

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চালককে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই করতো তারা
চালককে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই করতো তারা
হলফনামায় তথ্য গোপন, ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল
হলফনামায় তথ্য গোপন, ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
ট্রেন ছাড়ছে না সময়মতো, যাত্রীদের ভোগান্তি
ট্রেন ছাড়ছে না সময়মতো, যাত্রীদের ভোগান্তি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি