X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

তিস্তা নিয়ে আশ্বাস, অঙ্গীকার নেই

শেখ শাহরিয়ার জামান, দিল্লি থেকে
০৮ এপ্রিল ২০১৭, ১৪:১৪আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৫:৫১

তিস্তা নিয়ে আশ্বাস, অঙ্গীকার নেই

তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকার শুধু আশ্বাসই দিয়েছে। তবে কোনও অঙ্গীকার করেনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্যেও সেই আশ্বাসের বিষয়ই ফুটে ওঠেছে। তিস্তা ইস্যু আশু সমাধানের আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য তিস্তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আশা করি শিগগিরই এ ইস্যুর সমাধান হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠকের পর আয়োজিত যৌথ সংবাদ বিবৃতিতে মোদি একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে শনিবার আয়োজিত মধ্যাহ্ন ভোজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যোগ দিয়েছেন। এজন্য মোদি মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জানান তার আমন্ত্রণ গ্রহণ করে মধ্যাহ্ন ভোজে যোগ দিয়েছেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমার সরকার ও শেখ হাসিনার সরকার তিস্তার পানি বন্টন করতে চায় এবং আমরা তা করবো।’

তিনি আরও বলেন, শেখ মুজিব ভারতের প্রকৃত বন্ধু। বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী হিন্দি অনুবাদ হওয়ায় কৃতজ্ঞতা জানান। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে ২০২১ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় প্রামান্য চিত্র তৈরি হবে। বাংলাদেশ ভারত এখন সোনালি অধ্যায় অতিক্রম করছে। 

বক্তব্যের শুরুতে মোদি ভাঙা বাংলায় বাংলাদেশের মানুষকে নববর্ষের শুভেচ্ছা জানান।

এর আগে শনিবার দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ঘণ্টারও বেশি সময় ধরে দুই নেতা বৈঠক করেন। বৈঠকের পর ২২টি চুক্তি সই হয়েছে।

/ইউআই/এসটি/

আরও পড়ুন: মোদি-হাসিনা বৈঠক: ২২ চুক্তি ও ৪ সমঝোতা স্মারক সই

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
অভিযান চালিয়েও কেন রিকশা ঠেকানো যাচ্ছে না রাজপথে?
অভিযান চালিয়েও কেন রিকশা ঠেকানো যাচ্ছে না রাজপথে?
হেলিকপ্টারে থাকা সব যাত্রীর নিহতের আশঙ্কা
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তহেলিকপ্টারে থাকা সব যাত্রীর নিহতের আশঙ্কা
দুর্ঘটনাস্থলে পৌঁছেছে রেড ক্রিসেন্ট
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তদুর্ঘটনাস্থলে পৌঁছেছে রেড ক্রিসেন্ট
রাঙামাটিতে ইউপিডিএফের ডাকা অর্ধদিবস অবরোধ চলছে
রাঙামাটিতে ইউপিডিএফের ডাকা অর্ধদিবস অবরোধ চলছে
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু