X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘যাদের সঙ্গেই আলোচনা হোক, আ.লীগ নীতি থেকে এক চুলও সরবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৭, ১৩:৫৩আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৩:৫৫

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ যাদের সঙ্গেই আলোচনা হোক না কেন, আওয়ামী লীগ তার নীতি থেকে এক চুলও সরবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রাণ ভান খোয়া। সাক্ষাৎ শেষে সম্প্রতি হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের বৈঠকের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

হেফাজত ইসলামের সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক জোট হচ্ছে কিনা-সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজতের যে বৈঠক হয়েছে সে বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই বক্তব্য দিয়ে পরিষ্কার করেছেন। কওমি মাদ্রাসার ১৫ লাখ ছাত্রের স্বীকৃতির বিষয় ঝুলে ছিল, প্রধানমন্ত্রী সেটা নিষ্পত্তি করেছেন। আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রীক দল সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে যাদের সঙ্গেই আলোচনা করুক না কেন,  আওয়ামী লীগ তার নীতি থেকে একচুলও সরবে না।’

তিনি আরও বলেন, ‘ভোটের সময় অনেক কৌশল অবলম্বন করতে হয়, আওয়ামী লীগও সেটাই করছে। সবারই নির্বাচনি কৌশল আছে এবং সেটি থাকবে।’

তোফায়েল আহমেদ বলেন, ‘ইতোমধ্যে নির্বাচনি কাজ শুরু হয়েছে। বিএনপি নির্বাচন করবে কোনও সন্দেহ নেই। তবে গণমাধ্যমের সামনে যেসব কথাবার্তা যা বলছে তা রাজনৈতিক কারণে বলতে হয়। আওয়ামী লীগ একটি বড় দল, তৃণমূল থেকে দলটি বড় হয়েছে। তারপরও দলের ভুল ত্রুটি থাকবে, এটা স্বাভাবিক। আমরা তা সংশোধনের চেষ্টা করছি।’

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘অন্য কোনও কিছু করে লাভ হবে না, দাবি পেশ করেও কোনও লাভ হবে না। কারণ দাবি আদায় করতে না পারাটা একটা পরাজয়। বিএনপির অভ্যাস নির্বাচনে কারচুপির অভিযোগ করা কিন্তু বিকেলে দেখা যায় তাদের দল ও প্রার্থী বিজয়ী হয়েছে। কাজেই এই অভ্যাস বিএনপিকে ছাড়তে হবে।’

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
তাইওয়ান প্রণালীতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম