X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

বিনা বিচারে আটকদের জামিনই অন্যতম অর্জন লিগ্যাল এইড কমিটির

উদিসা ইসলাম ও মেহেদী হাসান তারেক
২৮ এপ্রিল ২০১৭, ০৯:০৩আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ০৯:১২

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা

১৬ বছর ধরে বিনা বিচারে কারাগারে আটক ছিলেন শিপন। একটি হত্যা মামলায় আটক হয়ে দেড় যুগ কারাবাস করলেও তার মামলাটি এখনও নিষ্পত্তি হয়নি। এ ঘটনায় পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ ছেড়েই দিয়েছিল, শিপন নিজেও বিচার পাওয়া বা কারাগার থেকে মুক্তির আশা আর করতেন না। অবশেষে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা বা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে ২০১৬ সালের নভেম্বরে তাকে আদালতে হাজির করা হয়। আদালত তার বক্তব্য শোনেন, জামিন দিয়ে দ্রুত মামলাটি নিষ্পত্তির নির্দেশও দেন।

২০১৬ সাল থেকে বিনা বিচারে দীর্ঘদিন কারাগারে আটক আসামিদের বিষয়ে উদ্যোগ নিতে থাকে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি। কমিটির চেয়ারম্যান হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ২৬ এপ্রিল সাংবাদিকদের সামনে হাজির হয়ে বলেন, বিচারের দীর্ঘসূত্রিতা ও বিনা বিচারে কারাগারে আটক থাকার পর মুক্তিপ্রাপ্ত বন্দিদের পুনর্বাসনে আইন থাকা প্রয়োজন।

লিগ্যাল এইড থেকে তথ্য সেবা গ্রহণের পরিসংখ্যান

পুনর্বাসনের প্রয়োজনীয়তা উল্লেখ করতে গিয়ে দীর্ঘদিন আটক সেই শিপনের উদাহরণ টেনে এই বিচারপতি বলেন, প্রতিপক্ষ ঘটনার পরপরই তার একটি হাত কেটে ফেলেছে। দীর্ঘদিন কারাগারে বন্দি থাকার কারণে পরিবারের সদস্যরাও তার সঙ্গে আর যোগাযোগ রাখে না। ফলে তিনি মুক্তি পেয়ে কোথায় আশ্রয় নেবেন, সে সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি। পরে আমরা তার পুনর্বাসনের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিই। এসব ক্ষেত্রে মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসনে আইন থাকলে বিষয়টি আরও সহজ হতো।

দেশের স্বল্প আয়ের ও অসহায় নাগরিকদের আইনি সেবা দিতে ২০০০ সালে আইনগত সহায়তা প্রদান আইন করা হয়। এই আইনে প্রতিষ্ঠা করা হয় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা।এরপর থেকেই সুপ্রিমকোর্টসহ দেশের ৬৪টি জেলায় বিনামূল্যে আইনগত সহায়তা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

কেবল সুপ্রিমকোর্টের হিসেব বলছে, ২০১৫ সালে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি গঠনের পর থেকে গত মার্চ পর্যন্ত সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি ৫৫৫টি আবেদনপত্র গ্রহণ করেছে। এর মধ্যে ৪৯৭টি মামলায় আইনজীবী নিয়োগ করা হয়েছে। সুপ্রিমকোর্টে আইন সহায়তা আবেদন প্রাপ্তির উৎস হিসেবে দেখা গেছে, ২০১৬-১৭ সালে মোট ৩৭২ জন আবেদন করেছেন যার মধ্যে ১১২ জন সরাসরি, ২৫০ জন আদালত ও ১০ জন বেসরকারি সংস্থার মাধ্যমে এসেছেন।

২০১২ সাল থেকে ২০১৬ এর জুন পযন্ত সংস্থাটি ১৭ হাজার ৩২৮ জনকে হটলাইনের মাধ্যমে আইনগত তথ্য সেবা দিয়েছে। এদের মধ্যে দশ হাজারের বেশি নারী বলে অফিসসূত্র জানিয়েছে। গতবছর থেকে চালু হওয়া জাতীয় হেল্পলাইন ১৬৪৩০ এর মাধ্যমে প্রায় ১৫ হাজার নাগরিক আইনগত তথ্য সেবা নিয়েছে। তবে জাতীয় হেল্পলাইনের মাধ্যমে পুরুষের সেবাগ্রহণের হার বেশি।

বিনা বিচারে আটকদের জামিনই অন্যতম অর্জন লিগ্যাল এইড কমিটির

ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইন সহায়তা সেলের হিসেবে আইনি সেবা গ্রহণের পরিমাণ এবং নিষ্পত্তির পরিমাণ বাড়ছে। তবে এই সংস্থা বিষয়ে অবহিত থাকলে আরও বেশি সেবা গ্রহণ করতে পারতো নাগরিকরা বলে মনে করছেন আইনজীবীরা।

প্রতিষ্ঠানটির উপ পরিচালক আবেদা সুলতানা বাংলা ট্রিবিউনকে বলেন, মামলার বাইরে সমঝোতার ব্যবস্থা করতে ৩২টি জেলায় ৯৬ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। বাকি ৩২টি জেলায়ও নিয়োগের কাজ চলছে। এরফলে আইনে কিছু পরিবর্তন আনা দরকার, সেটি বিল আকারে আছে। তিনি আরও বলেন, একলাখ টাকার কম বার্ষিক আয় বা সুপ্রিম কোর্টের মামলার ক্ষেত্রে দেড়লাখ টাকার কম আয়ের ব্যক্তিদের এ আইনি সুবিধা দেওয়া হয়ে থাকে। এছাড়া যে কোনও আইনি পরামর্শের জন্য ১৬৪৩০ নম্বরে তারা সরাসরি কথা বলতে পারেন।

আইনজীবী শাহেদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, সংস্থার কাছে জাতীয় হেল্পলাইনের মধ্য দিয়ে নানা পরামর্শ সহায়তা চাওয়া যায় এবং আইনি সহায়তাও পাওয়া যায়। বিষয়টি আরও বেশি করে জানানোর দরকার আছে।

/ইউআই/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় ব্যাপক বিমান হামলা রাশিয়ার
ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় ব্যাপক বিমান হামলা রাশিয়ার
জাল ভোট দিতে বাধা দেওয়ায় পোলিং কর্মকর্তাকে থাপ্পড়
জাল ভোট দিতে বাধা দেওয়ায় পোলিং কর্মকর্তাকে থাপ্পড়
কেন্দ্রগুলো খাঁ খাঁ করছে, ভোটার যায়নি: হাফিজ
উপজেলা নির্বাচনকেন্দ্রগুলো খাঁ খাঁ করছে, ভোটার যায়নি: হাফিজ
সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে ৭ আন্তর্জাতিক কোম্পানি
সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে ৭ আন্তর্জাতিক কোম্পানি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?