X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হ্যাকড হওয়া ওয়েবসাইট পুনরুদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৭, ১৭:১৫আপডেট : ২৯ এপ্রিল ২০১৭, ১৭:৩০


সিজিডিএফ ওয়েবসাইট ফের চালু
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত সংস্থা কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) এর অফিসিয়াল ওয়েবসাইটটি হ্যাকারদের কাছ থেকে পুনরুদ্ধারের পর শনিবার বিকালে সচল করা হয়েছে। এদিন (২৯ এপ্রিল) সকালে সাইটটি হ্যাকিংয়ের শিকার হয়েছিল।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক সহকারী পরিচালক রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পরে বিকালে সাইটিতে ঢুকে এটি সচল তা বোঝা যায়। জানা গেছে, সাইটি হ্যাক হওয়ার তথ্য পেয়ে এর ডেভেলপারদের সঙ্গে কর্তৃপক্ষ যোগাযোগ করলে দ্রুত ব্যবস্থা নিয়ে বিকেলের মধ্যেই এটিকে আবারও সচল করা হয়। তবে সরকারি অন্য ওয়েবসাইটগুলোর মতো এটিরও নিরাপত্তাজনিত দুর্বলতা ছিল তা হ্যাকাররা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এর আগে শনিবার সকালে সাইটটি হ্যাক করার পর ‘নিরাপত্তাজনিত দুর্বলতার কারণে হ্যাকড করা হয়েছে’ এমন বার্তা লিখে দেয় হ্যাকাররা। তারা নিজেদের ইন্ডিয়ান হ্যাকার বলে দাবি করেছে।
এর পরপরই লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রাশেদুল হাসান বাংলা ট্রিবিউনকে জানান, সাইট সংশ্লিষ্টরা বিষয়টি জেনেছেন। সাইটটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে কারা সাইটটি হ্যাক করেছে তা তিনি নিশ্চিত করতে পারেননি।
সাইটটিতে তখন ঢুকে দেখা গেছে, বর্তমানে সাইটটি আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। শিগগিরই তা ফিরে আসবে বলেও উল্লেখ করা হয়েছে।
সরকারি বেশিরভাগ ওয়েবসাইট এমন নিরাপত্তা হুমকির মধ্যে রয়েছে বলে উল্লেখ করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সাইবার নিরাপত্তা বিষয়ক গবেষক ড. তৌহিদ আই. ভূইয়া। সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন গুরুত্বপূর্ণ একটি বিভাগের ওয়েবসাইট কীভাবে হ্যাকড হতে পারে এমন প্রশ্নের জবাবে এই সাইবার নিরাপত্তা বিষয়ক গবেষক বলেন, 'মারাত্মক নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে সরকারি ওয়েবসাইটগুলোতে। সাইটগুলো হোস্ট করার জায়গাটিও অনিরাপদ। সফটওয়্যারের বিভিন্ন টুলস দিয়েই এসব সাইট হ্যাক করা সম্ভব। সরকারি ওয়েবসাইটগুলোতে হেল্প টেস্ট করলে সাইটগুলোর দুর্বলতা চিহ্নিত করে সহজে সুরক্ষিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা যায়। ফলে হ্যাকিংয়ের ঝুঁকিও কমে যাবে।'

/এইচএএইচ/এসটি/টিএন/

এ সংক্রান্ত আগের সংবাদ: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইট হ্যাকড

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ