X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘নিশ্চিত হয়নি শ্রমিকের আট ঘণ্টার অধিকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৭, ১৯:৪৫আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১৯:৫১

শ্রম পরিস্থিতি নিয়ে বিলসের সেমিনার

১৮৮৬ সালের ১ মে আট ঘণ্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছিলেন শ্রমিকরা। কিন্তু সেই অধিকার আজও নিশ্চিত হয়নি বলে দাবি করা হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এর এক প্রতিবেদনে। বাংলাদেশের শ্রম আইনে দৈনিক কর্মঘণ্টা আট ঘণ্টা নির্ধারিত থাকলেও অন্তত ৮০ শতাংশ শ্রমিককে তার বেশি সময় ধরে কাজ করানো হচ্ছে বলে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়। দূরপাল্লার পরিবহনকর্মী, নিরাপত্তাকর্মী, হোটেল শ্রমিক, রি-রোলিং মিলের শ্রমিক এবং হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর শ্রমিকদের ওপর এই গবেষণাটি চালায় প্রতিষ্ঠানটি।

প্রায় দেড়শ বছর আগে শিকাগো শহরের তিন লাখের বেশি শ্রমিক কাজ বন্ধ রেখেছিলেন। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালালে ১০ শ্রমিক প্রাণ হারান। দিনটিকে স্মরণে পরে ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা অর্জনকে স্বীকৃতি দিয়ে ১ মে তারিখটিকে ‘আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।

এবারের মে দিবসের আগে পাঁচটি খাতের শ্রমিকদের কাজের তথ্য বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিলস। ওই প্রতিবেদনে বলা হচ্ছে, পরিবহন খাতের শতভাগ শ্রমিকই দৈনিক আট ঘণ্টার বেশি কাজ করে থাকেন। এছাড়া হোটেলের শতকরা ৯৮ ভাগ, হাসপাতালের ৪২ ভাগ ও নিরাপত্তাকর্মীদের ৮০ ভাগ শ্রমিক দৈনিক আট ঘণ্টার বেশি কাজ করেন। হাসপাতালের শ্রমিকদের ৭২ শতাংশ সরকারি ছুটিতেও কাজ করেন, সাপ্তাহিক ছুটি নেই ২২ শতাংশের। বিলস কার্যালয়ে ‘শ্রম পরিস্থিতি ২০১৬: শ্রমিকের অধিকার রক্ষায় করণীয়’ শীর্ষক সেমিনারে গবেষণা প্রতিবেদনটি তুলে ধরা হয়।

ছুটি না পাওয়া প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, পরিবহন শ্রমিকদের শতকরা ৮৪ ভাগ, নিরাপত্তাকর্মীদের ৮৮ ভাগ মে দিবসে ছুটি পান না। শতকরা ৯০ ভাগ সাপ্তাহিক ছুটির দিনে, ৯৮ ভাগ সরকারি ছুটির দিনে কর্মক্ষেত্রে থাকেন। একইভাবে নিরাপত্তাকর্মীরা সাপ্তাহিক ছুটি পান না ৬৬ ভাগ।

সেমিনারে প্রকাশিত অপর এক প্রতিবেদনে বলা হয়, গত বছর ২৮ জন নারীসহ কর্মক্ষেত্রে ৬৯৯ জন শ্রমিক নিহত ও ৭০৩ শ্রমিক আহত হন। অন্যদিকে, সহিংসতায় নিহত হন ১৮৯ জন শ্রমিক, যার মধ্যে নারী শ্রমিক ছিলেন ৪০ জন এবং আহত হন ৩৯০ জন যাদের মধ্যে ৮১ জন নারী শ্রমিক। এ ছাড়াও সড়ক দুর্ঘটনায় ১৪৯ জন শ্রমিক নিহত হন, এদের মধ্যে ৩৪ জন নারী। আহত হন ৯৬ জন, এদের মধ্যে ১২ জন নারী শ্রমিক। আর শ্রম অসন্তোষ ও শ্রমিক আন্দোলনের ঘটনা ঘটে ২৩৭টি।

শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে প্রতিবেদন প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন শ্রমিকদের নিরাপত্তায় অবহেলার জন্য কঠোর শাস্তি প্রয়োগের আহ্বান জানান। তিনি বলেন, ‘শ্রম নিরাপত্তার যে কিছুটা উন্নতি হয়েছে দাবি করা হয় সেটা যতটা না নিরাপত্তার বিধান, তার চেয়ে বেশি নিজেদের ব্যবসা টেকানোর কৌশল। বৈদেশিক বাণিজ্যের জন্য শ্রমিকদের এক ধরনের নিরাপত্তা, আর প্রান্তিক শ্রমিকের জন্য আরেক ধরনের নিরাপত্তা থাকতে পারে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার রাইটস জার্নালিস্ট ফোরামের সভাপতি কাজী আব্দুল হান্নান, বিলসের প্রজেক্ট কো-অর্ডিনেটর কোহিনূর মাহমুদ ও নাজমা আক্তার।

/ইউআই/এসএমএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ