X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘স্বাধীন গণমাধ্যমের পরিবেশ গড়ে তোলা সরকারের দায়িত্ব’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৭, ২৩:৪১আপডেট : ০২ মে ২০১৭, ২৩:৪১

‘এসডিজি-১৬ ও সুশাসন: সরকার, গণমাধ্যম ও জনগণ’ শীর্ষক এক সংলাপে বক্তারা সরকারকে স্বাধীন গণমাধ্যম তৈরির পরিবেশ গড়ে তুলতে হবে বলে মনে করেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তার মতে, এটা সরকারের দায়িত্ব। কারণ এর কাঠামোগত ক্ষমতা সরকারের কাছেই আছে। মঙ্গলবার (২ মে) টিআইবি’র মেঘমালা সম্মেলন কক্ষে আয়োজিত ‘এসডিজি-১৬ ও সুশাসন: সরকার, গণমাধ্যম ও জনগণ’ শীর্ষক এক সংলাপে তিনি এ মন্তব্য করেন।

টিআইবি’র নির্বাহী পরিচালক বলেন, ‘গণমাধ্যম আগের তুলনায় এখন অনেক বেশি চাপের সম্মুখীন হচ্ছে। আইনি, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক, দৃশ্যমান-অদৃশ্যমান কাঠামো তৈরি করা আছে যেখানে গণমাধ্যমের ওপর ক্রমাগতভাবে চাপ বাড়ছে। এটা নিঃসন্দেহে গণমাধ্যমে স্বাধীনতা বিকাশের অন্তরায়। এই চাপের কারণে অনেকের মাঝে স্ব-আরোপিত সেন্সরশিপ বিরাজ করছে। সুষ্ঠু সাংবাদিকতা করার চেষ্টা রয়েছে এমন অনেকের মধ্যেও এর প্রভাব দেখা যায়।’

৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ উপলক্ষে আয়োজিত সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা। তার মতে, পেশাজীবি সংগঠনগুলো নীতি-নৈতিকতার মান নির্দিষ্ট করে তা মেনে কার্যক্রম পরিচালিত হলে লক্ষ্য অর্জনে সামগ্রিকভাবে ব্যর্থ হওয়ার ঝুঁকি হ্র্রাস পাবে। তিনি বলেন, ‘সুশাসন বিষয়ক লক্ষ্য অর্জনে সরকার, গণমাধ্যম ও জনগণের মধ্যকার আন্তঃসম্পর্ক বিশ্লেষণপূর্বক একটি বাস্তবায়ন কাঠামো এবং সব পক্ষকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া চূড়ান্ত করে সে অনুযায়ী কাজ করতে হবে।’

সেলফ সেন্সরশিপ প্রসঙ্গে টিআইবি’র নির্বাহী পরিচালকের সঙ্গে একমত পোষণ করে গণমাধ্যম বিশ্লেষক মুহাম্মদ জাহাঙ্গীর মন্তব্য করেন, নির্ভীক সাংবাদিকতা এখন সম্ভব নয়। তিনি বলেন, ‘বর্তমান সময়ে নির্ভীক সাংবাদিকতা ও আগেকার সময়ের মধ্যে পার্থক্য অনেক। টেলিভিশনে কথা বলে বাড়ি ফেরার নিশ্চয়তা কেউ দিতে পারছে না। ফলে সাংবাদিকদের নিজেদের মধ্যে একটা সেলফ সেন্সরশিপ তৈরি হয়েছে।’

মুহাম্মদ জাহাঙ্গীর আরও বলেন, ‘আমরা সবসময় সরকারের মন্ত্রীদের কাছে শুনি, বাংলাদেশে গণতন্ত্রের চর্চা ও গণমাধ্যমের স্বাধীনতা আছে। এর দৃষ্টান্ত হিসেবে তারা উল্লেখ করেন, সরকার অনেক টেলিভিশন প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে। এটাই বিরাট স্বাধীনতার অবয়ব! এটা খুবই দুঃখজনজক, স্বাধীনতার এত বছর পরও গণতন্ত্রের নিখাদ চর্চা আমরা করতে পারিনি।’

সাংবাদিকদের অধিকার আদায়ে ব্যর্থ হওয়ার পেছনে সাংবাদিক নেতাদের রাজনৈতিক বিভাজনকে দায়ী করেছেন মুহাম্মদ জাহাঙ্গীর। এই গণমাধ্যম বিশ্লেষক বলেন, ‘আমাদের সাংবাদিকদের আরেক বড় দুর্ভাগ্য হলো নেতাদের রাজনৈতিক বিভাজনের কারণে আমাদের ঐক্য বিনষ্ট হয়েছে। সাংবাদিকদের অধিকার রক্ষার ব্যাপারে জোরালো কোনও আন্দোলন করতে পারছি না। এ কারণে পদে পদে হোঁচট খাচ্ছি আমরা।’

/আরজে/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
চালককে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই করতো তারা
চালককে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই করতো তারা
হলফনামায় তথ্য গোপন, ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল
হলফনামায় তথ্য গোপন, ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে
আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে