X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

জাতীয় নির্বাচনের খসড়া রোডম্যাপে ইভিএম নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৭, ১৮:২৪আপডেট : ২৪ মে ২০১৭, ০১:৫৩

নির্বাচন কমিশন সাতটি বিষয়কে প্রাধান্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া রোডম্যাপের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। তবে এ রোডম্যাপে নির্বাচনে ইলেকট্রনিক ডিজিটাল ভোটিং মেশিন (ইভিএম) বা ডিজিটাল ভোটিং মেশিন (ডিভিএম) ব্যবহারের কথা উল্লেখ নেই।
মঙ্গলবার (২৩ মে) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা খসড়া রোডম্যাপের ঘোষণা করেন। আগামী ১৫ দিনের মধ্যে নির্বাচন কমিশন চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ইভিএম বা ডিভিএম পদ্ধতি সম্পর্কে প্রধান নির্বাচন কমিমশনার বলেন, ‘আমাদের রোডম্যাপ বা কর্মপরিকল্পায় এ বিষয়টি নেই। তবে যখন রাজনৈতিক দলের সঙ্গে আমরা সংলাপ করবো, তখন এ বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করবো। আলোচনায় বিষয়টির খুটিনাটি দিক তুলে ধরা হবে। তারা (রাজনৈতিক দল) যদি সম্মতি দেয়, তাহলেই ইভিএম এর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক দলের সম্মতি ছাড়া ইভিএম ব্যবহারের ব্যাপারে কোনও ধরনের ঝুঁকি নেবে না কমিশন।’

রোডম্যাপের বিস্তারিত তুলে ধরে সিইসি বলেন, ‘জুলাই মাসের শেষ দিকে আমরা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করবো। নভেম্বর পর্যন্ত আমাদের এই আলোচনা চলবে। রাজনৈতিক দল ছাড়াও আমরা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবো।’

আগাম নির্বাচন হলে প্রস্তুতি রয়েছে কিনা— এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমরা যেকোনও সময় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি। আগাম নির্বাচন হলেও আমরা অন্তত ৯০দিন সময় পাবো। এই সময়ের মধ্যেই আমরা সব ধরনের প্রস্তুতি নিতে পারবো।’

এর আগে রোডম্যাপ চূড়ান্ত করতে নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির সভাপতিত্বে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম, বিগ্রেডিয়ার জেনারেল সাহাদৎ হোসেন ও  কশিনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাছ কেটে ফেলায় ঢাকায় গরম বেশি: স্বাস্থ্যমন্ত্রী
গাছ কেটে ফেলায় ঢাকায় গরম বেশি: স্বাস্থ্যমন্ত্রী
পরীর মনে প্রেমানুভব!
পরীর মনে প্রেমানুভব!
দুই ব্রাজিলিয়ান কেন মাঠে এমন করলেন?
দুই ব্রাজিলিয়ান কেন মাঠে এমন করলেন?
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?