X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

উৎপাদনে যেতে ব্যর্থ বিদ্যুৎ প্রকল্প বাতিলের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৭, ১৯:৫৪আপডেট : ২৩ মে ২০১৭, ১৯:৫৪

জাতীয় সংসদ নির্ধারিত সময়ে উৎপাদনে যেতে ব্যর্থ সব বিদ্যুৎ প্রকল্প বাতিলের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার (২৩ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র বৈঠকে এ সুপারিশ করা হয়। একইসঙ্গে চলমান বিদ্যুৎ সঙ্কট আগামী দুই-তিন দিনের মধ্যে সমাধান করারও সুপারিশ করা হয়।
প্রকল্প বাতিলের বিষয়ে কমিটির সভাপতি তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘যেসব প্রকল্প নির্ধারিত সময়ে উৎপাদন শুরু করতে পারেনি, তাদের প্রকল্প বাতিল করার সুপারিশ করা হয়েছে।’

বিদ্যুতের লোডশেডিং বিষয়ে সংসদীয় কমিটির সভাপতি বলেন, ‘আমরা পুরো পরিস্থিতি নিয়ে বিদ্যুৎ বিভাগের বক্তব্য শুনেছি। তারা যেসব সমস্যার কথা বলেছে, সেগুলো দ্রুত সমাধানের জন্য তাদের বলা হয়েছে।’

বিদ্যুৎ বিভাগ কমিটিকে জানিয়েছে রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কারণে বন্ধ অন্তত ১০টি বিদ্যুৎকেন্দ্র। এসব কেন্দ্রের পরিস্থিতি উন্নতিতে আরও তিন-চার দিন সময় লাগবে।

এ সাময়িক সমস্যা নিরসনে জনপ্রতিনিধি এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারী সম্মিলিতভাবে ঠিকমতো দায়িত্ব পালনের সুপারিশ করে কমিটি।

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, রক্ষণাবেক্ষণের জন্য ৩৪০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিবিয়ানা, ৪৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার মেঘনাঘাট, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের কয়েকটি ইউনিট, ২২৫ মেগাওয়াট ক্ষমতার সিরাজগঞ্জ বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সোলার প্লান্ট স্থাপনের ওপর গুরুত্ব দিয়ে নতুন প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়েছে। এছাড়া বৈঠকে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক আহ্বানের সুপারিশ করা হয়। একইসঙ্গে আসন্ন রোজার মাসে  নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখারও সুপারিশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি পাওয়ার প্ল্যান্ট প্রকল্প কাজ সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়নের সুপারিশ করেছে। এছাড়া গ্যাসের ওপর থেকে সব ধরনের ট্যাক্স/ভ্যাটমুক্ত করার সুপারিশ করে কমিটি।

২০১৮ সালের মধ্যে দেশের সবখানে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সাব-কন্ট্রাক্ট না দিয়ে ঠিকাদারদের নিজস্ব লোক দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে পল্লী বিদ্যুৎ সংযোগ দেওয়ার সুপারিশ করে। এছাড়া বিদ্যুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রে কার্যাদেশের নির্ধারিত সময় কোনোভাবেই না বাড়ানোর সুপারিশ করে কমিটি।

তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. আতিউর রহমান আতিক, মো. আবু জাহির, এম. আবদুল লতিফ এবং নাসিমা ফেরদৌসী অংশ নেন।

/ইএইচএস/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
বিপুল পরিমাণ নকল জুস জব্দ, কারখানার মালিকের কারাদণ্ড
বিপুল পরিমাণ নকল জুস জব্দ, কারখানার মালিকের কারাদণ্ড
লিগের মাঝপথে গোপনে কানাডায় কেন বাংলাদেশি ফুটবলার!
লিগের মাঝপথে গোপনে কানাডায় কেন বাংলাদেশি ফুটবলার!
বাঁচতে হলে জানতে হবে
বাঁচতে হলে জানতে হবে
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু