X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

নাইন্টি পারসেন্ট প্লাস মানুষের আস্থা আছে: প্রধান বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০১৭, ১২:১৩আপডেট : ২৪ মে ২০১৭, ১৬:০০

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচার বিভাগের প্রতি নাইন্টি পারসেন্ট প্লাস মানুষের আস্থা আছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।  তিনি বলেন, ‘দেশের যেকোনও ইনস্টিটিউটের চেয়ে জুডিশিয়ারি একশ ভাগ বেটার। দেড় বছর পর বুক ফুলিয়ে বলতে পারি বিচার বিভাগের প্রতি ‘নাইন্টি পারসেন্ট প্লাস’ মানুষের আস্থা আছে।’

উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়ে সংবিধানের আনিত ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানির ৬ষ্ঠ দিনের শুনানিকালে প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মধ্যে বেশকিছু কথা হয়। এসময় অ্যাটর্নি জেনারেল কোর্ট সম্পর্কে বিচারপ্রার্থীদের মনোভাব নিয়ে গণশুনানি করার কথা বললে প্রধান বিচারপতি বলেন, ‘আমি বাঁশখালি চৌকি আদালতে গিয়েছি। সেখানে চৌকি আদালতে যতজন বিচারপ্রার্থী আসেন ডিসি অফিসেও ততজন আসেন না।’ এসময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আই অ্যাম নট হ্যাপি।’ জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘প্রধান বিচারপতি চেয়েছে যাদের লেখাপড়া ও যোগ্যতা আছে তাদের বিচারক হিসেবে নিয়োগ দিতে। কিন্তু দেড়বছরেও নিয়োগ হয়নি। আপনারা যেটা চাচ্ছেন সেটা আপনিও জানেন, সবাই জানে।’

এর আগে সকাল ৯টার কিছু পরে ৬ষ্ঠ দিনের যুক্তি উপস্থাপন শুরু করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বাহাত্তরের সংবিধানে হাত দিতে পারেন না, যোগ করা যেতে পারে।’ এসময় আদালত বলেন, ‘জুডিশিয়াল ইম্প্রুভমেন্ট থাকবে না? জুডিশিয়াল রিভিউ থাকবে না? সংবিধানের এ টু জেড আমরা ব্যাখ্যা করবো জনগণের অধিকারের প্রশ্নে, বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে।’

এর আগে গত ৮ মে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়। ৯ মে শুনানি শেষে ২১ মে পর্যন্ত মুলতবি করেছিলেন আপিল বিভাগ। পরে ২১ মে রবিবার থেকে ধারাবাহিক ভাবে শুনানি চলছে। বুধবার রাষ্ট্রপক্ষ শুনানি শেষ করলে রিটকারী আইনজীবী মনজিল মোরশেদ তার যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছেন।

উল্লেখ্য, গতবছর ৫ মে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এর আগে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে উচ্চ আদালতের বিচারক অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। বিলটি পাসের পর একই বছরের ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশিত হয়। ষোড়শ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৪ সালের ৫ নভেম্বর হাইকোর্টে এই রিট আবেদন করা হয়। প্রাথমিক শুনানির পর হাইকোর্ট ২০১৪ সালের ৯ নভম্বর ওই সংশোধনী কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চান আদালত। /এমটি/ইউআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?