X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বিচারকদের শৃঙ্খলা বিধি প্রণয়নের গেজেট প্রকাশ ফের পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৭, ০৯:৪৩আপডেট : ২৯ মে ২০১৭, ১০:০২

বিচারকদের শৃঙ্খলা বিধি প্রণয়নের গেজেট প্রকাশ ফের পেছালো বিচারিক আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি প্রণয়ন করে গেজেট প্রকাশ ফের পেছালো। রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে সরকারকে আরও দুই সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের পূর্ণ বেঞ্চ এ আদেশ দেন।

সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম  সময়ের আবেদন করলে ফের দুই সপ্তাহ সময় দেওয়া হয়।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় (বিচারবিভাগ পৃথকীকরণ) ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেয়। ওই রায়ের ভিত্তিতে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। আপিল বিভাগের নির্দেশনার পর গত বছরের ৭ মে আইন মন্ত্রণালয় একটি খসড়া শৃঙ্খলা সংক্রান্ত বিধি প্রস্তুত করে সুপ্রিম কোর্টে পাঠায়।

গত বছরের ২৮ আগস্ট শুনানিকালে আপিল বিভাগ খসড়ার বিষয়ে বলেন, শৃঙ্খলা বিধিমালা সংক্রান্ত সরকারের খসড়াটি ছিল ১৯৮৫ সালের সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার অনুরূপ, যা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী।

এরপরই সুপ্রিম কোর্ট একটি খসড়া বিধিমালা করে আইন মন্ত্রণালয়ে পাঠান। একইসঙ্গে ৬ নভেম্বরের মধ্যে তা প্রণয়ন করে প্রতিবেদন আকারে আদালতে দিতে বলা হয়। উদ্যোগ না নেওয়ায় মন্ত্রণালয়ের দুই সচিবকে গত ১২ ডিসেম্বর হাজির করতে অ্যাটর্নি জেনারেলকে মৌখিক নির্দেশ দেন আপিল বিভাগ। এরপর একাধিকবার সময় চাওয়া হয়। সোমবার গেজেট প্রকাশের কথা থাকলেও অ্যাটর্নি জেনারেল ফের সময়ের আবেদন করলে এক সপ্তাহ সময় দেন আপিল বিভাগ।

/এমটি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ