X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

অফিস ছেড়ে পালালো সার্টিফিকেট প্রতারক চক্র ‘মালিহা গ্রুপ’

রশীদ আল রুহানী
১৯ জুন ২০১৭, ১৬:২০আপডেট : ১৯ জুন ২০১৭, ১৭:১৫

বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের জের ধরে অফিস বন্ধ করে ভেগেছে মালিহা গ্রুপের দুর্বৃত্তরা

বাংলা ট্রিবিউনে প্রতিবেদন প্রকাশের পর অফিস ছেড়ে পালিয়েছে ভুয়া সার্টিফিকেট প্রদানকারী চক্র মালিহা গ্রুপের সদস্যরা। সোমবার দুপুরে রাজধানীর মধ্যবাড্ডার লিংক রোডে প্রাণ-আরএফএল সেন্টারের বিপরীতে গ-১০৩ নং চারতলা ভবনের দোতলা ও তিনতলায় গেলে অফিসটি বন্ধ পাওয়া যায়। এদিকে এ অফিসের কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তাদের সবগুলো মোবাইলই বন্ধ পাওয়া গেছে। এদিকে, সার্টিফিকেট নিয়ে তাদের এ প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

ভবনটির নিচ তলায় ফটোকপির দোকানের এক কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে প্রতিষ্ঠানটির সব কর্মীকে তাড়াহুড়া করে বের হয়ে যেতে দেখেছেন তারা। তাদের সঙ্গে অনেক বড় বড় ব্যাগও ছিল। দেখে মনে হয়েছে তারা ঈদের আগে আর ফিরবেন না।

তিনি আরও বলেন, ‘মনে হচ্ছে কোনও একটি ঝামেলা হয়েছে। অফিসের সামনে অনেক লোকজন জড়োও হয়েছিল। মেয়েগুলো অনেক কান্নাকাটিও করছিল বলে জানান তিনি।’

এর আগে সোমবার সকালে 'সুলভ মূল্যে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট বিক্রি করছে মালিহা গ্রুপ' শিরোনামে বাংলা ট্রিবিউনে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। 

বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পরপরই অফিসে তালা মেরে ভেগে গেছে ভুয়া সার্টিফিকেট প্রদানকারী চক্র মালিহা গ্রুপের কর্মী ও মালিকরা  

এদিকে ভুয়া সার্টিফিকেট প্রদানকারী প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, 'এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে, একটু সময় লাগবে কারণ, আমার সংশ্লিষ্ট কর্মকর্তা ছুটিতে আছেন।'

এদিকে সাউদার্ন বিশ্ববিদালয়ের রেজিস্ট্রার ড. মনতাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মেম্বারদেরকে জানানো হয়েছে। আমরা আজকের মধ্যেই তাদের নামে মামলা করবো বলে আশা করছি। এদের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

/আরএআর/টিএন/

এ সংক্রান্ত আগের সংবাদ: সুলভ মূল্যে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট বিক্রি করছে মালিহা গ্রুপ (ভিডিও)!

সম্পর্কিত
সর্বশেষ খবর
অবিরাম অপপ্রচার চালিয়ে যাচ্ছে দেশি-বিদেশি প্রতিক্রিয়াশীল চক্র: পরশ
অবিরাম অপপ্রচার চালিয়ে যাচ্ছে দেশি-বিদেশি প্রতিক্রিয়াশীল চক্র: পরশ
জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম: পরিবেশমন্ত্রী
জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম: পরিবেশমন্ত্রী
আপনাদের অপরাধ গণতন্ত্রকে ধ্বংস করেছেন: প্রধানমন্ত্রীকে মির্জা ফখরুল
পরাজিত হইনি পরাজিত হবো নাআপনাদের অপরাধ গণতন্ত্রকে ধ্বংস করেছেন: প্রধানমন্ত্রীকে মির্জা ফখরুল
৫ অঞ্চলের তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে, ঢাকায় বেড়েছে ১ ডিগ্রি
৫ অঞ্চলের তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে, ঢাকায় বেড়েছে ১ ডিগ্রি
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার