X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

কুড়িল-বিশ্বরোড এলাকার অধিগ্রহণ করা জমি ফিরিয়ে দিচ্ছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৭, ০৩:১২আপডেট : ২৩ জুন ২০১৭, ০৬:২৩

গোগল মানচিত্র থেকে নেওয়া কুড়িল বিশ্বরোড ও আশপাশের এলাকার অবস্থান

১৯৬১ সালে নতুন বিমানবন্দর নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের জন্য জোয়ার সাহারা, বাড্ডা, সাঁতারকুল, নর্দা, আশকোনাসহ কুড়িল থেকে বিশ্বরোড ও তার আশেপাশের এলাকার ১৩৮৫ একর জায়গা অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এর সবটুকু জমি সরকার দখলে নেয়নি। দীর্ঘসময় ধরে দখল না নেওয়া জমিগুলো এখন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারির কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। বৃহস্পতিবার সচিবালয়ের ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের একথা জানান।

জানা গেছে, কুর্মিটোলা বিমানবন্দর দিয়ে চাহিদার তুলনায় ছোট হওয়ায় ১৯৬১ সালে নতুন বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন পাকিস্তান সরকার। এ জন্য সেসময় জমি অধিগ্রহণও করা হয়। তবে পরবর্তীতে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর (বর্তমানে হযরত শাহজালাল বিমানবন্দর) নির্মাণ ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের জন্য ওই অধিগ্রহণ করা জমির একাংশের দখল নেয় বাংলাদেশ সরকার। কিন্তু সব জমি দখলে নেয়নি। অধিগ্রহণ করলেও ওই জমিতে বাড়ি-ঘর নির্মাণ হয়েছে। এখন পর্যন্ত জমির মালিকরাই সেখানে বসবাস করছেন।

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ জানান, ভূমি রেকর্ডে এখনও এসব জমি অধিগ্রহণ হিসেবে নথিভুক্ত। এর ফলে জমির মালিকরা অবকাঠামো নির্মাণ করতে বা বিক্রি করতে পারছেন না। ৫৬ বছর ধরে ওই জমির মালিকরা এ ভোগান্তিতে রয়েছেন। এখন সরকার ওই জমি প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

মন্ত্রী আরও বলেন, ‘জমি ফিরিয়ে দিতে অবিলম্বে প্রজ্ঞাপন জারি করা হবে। তারা সহজ ও সাবলীলভাবে নামজারি, জমি খারিজ, জমি বেচা ও কেনা করতে পারবেন। স্বার্থান্বেষী মহলের এখানে অন্যায় কিছু করার সুযোগ থাকবে না। এর ফলে ওই জায়গার মালিকরা দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন।’

/এসআই/এসএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
রাজধানীর ১০ থানায় কিশোর অপরাধ বেশি: ডিএমপি কমিশনার
রাজধানীর ১০ থানায় কিশোর অপরাধ বেশি: ডিএমপি কমিশনার
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বংশালে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
বংশালে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম