X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ফেরার আনন্দে ক্লান্তিহীন অপেক্ষা কমলাপুর-সদরঘাটে

শাহেদ শফিক
২৪ জুন ২০১৭, ১৭:৩৬আপডেট : ২৪ জুন ২০১৭, ১৭:৩৬

ট্রেনে উপচে পড়া ভিড় প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষ দিনভর বাড়ি ফেরার অপেক্ষায় কাটাচ্ছেন কমলাপুর ও সদরঘাটে। এতে দুর্ভোগ আর ক্লান্তির ছাপ নেই কারও চোখেমুখে। সকাল থেকে রেলওয়ে স্টেশন ও লঞ্চ টার্মিনালে রয়েছে উপচে পড়া যাত্রীদের ভিড়। অপেক্ষা শুধুই ঘরে ফেরার।
শনিবার (২৩ জুন) কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা গেছে, প্লাটফর্মে তিল পরিমাণ ঠাঁই নেই। আর ট্রেনের কোচ থেকে শুরু করে ছাদ পর্যন্ত মানুষের ভিড়। স্টেশনে অবস্থান নেওয়া যাত্রীরা শুধু তাকিয়ে আছেন কখন তার ট্রেন আসবে, কখন ফিরবেন ঘরে।

কমলাপুর রেলওয়ে স্টেশনে অপেক্ষারত রংপুর এক্সপ্রেসের যাত্রী সুমাইয়া আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুধু ঘড়ির দিকে দেখছি। কখন সময় হবে। সকাল ৯টায় ট্রেন ছাড়ার কথা। কিন্তু প্রতিদিন এটি দুই ঘণ্টা দেরিতে ছাড়ে। আজ ছাড়বে তিন ঘণ্টা দেরিতে। তাই অপেক্ষা করছি।’

এক নম্বর প্রটফর্ম থেকে ঈশাখান এক্সপ্রেস ছাড়ার কথা সকার ১১টা ৩০ মিনিটে। এই ট্রেনেই ময়মনসিংহ যাবেন রমজান আলী ও তার পরিবার। ট্রেন ছাড়ার আগে কথা হয় তার সঙ্গে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল ১০টা থেকে স্টেশনে এসে বসে আছি। সময় যেন শেষ হচ্ছে না। কখন ট্রেন আসবে? কখন বাড়ি যাব?’

সকাল থেকে স্টেশনে লোকজনের চলাচল দেখে বুঝতে অসুবিধা হচ্ছে না, সবাই উৎসুক ট্রেনের জন্য, যেন কারও হাতে সময় নেই। ভোগান্তি যেন তাদের আটকাতে পারবে না।

শনিবার দুপুর পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে প্রায় ৩৫টির মতো ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। শুধু রংপুর এক্সপ্রেস ছাড়া সবক’টি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে বলে জানিয়েছেন কমলাপুর স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী।

স্টেশন ম্যানেজার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোনও সমস্যা নেই। রংপুর এক্সপ্রেস ছাড়া সবকটি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে প্রথম দিন ট্রেনটি একটু বিলম্ব হওয়ায় এখনও তার খেসারত দিতে হচ্ছে।’

সিতাংশু চক্রবর্তী আরও জানান, প্রতিদিন প্রায় ৭৫ হাজার যাত্রী নিয়ে ৬৯টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়।

ঘরমুখো যাত্রীদের পৌঁছে দিতে রওনা হলেও বেশিরভাগ লঞ্চ সঠিকভাবে প্রস্তুত নয় এদিকে, দেশের দক্ষিণাঞ্চলের মানুষের ঈদে ঘরে ফিরতে রাজধানীর সদরঘাটেও একই চিত্র দেখা গেছে। খেয়ে না খেয়ে হাজারও মানুষ সকাল থেকে বসে রয়েছেন। তবে এতে কোনও ক্লান্তি নেই তাদের। মুখে চাপা হাসি নিয়েই অপেক্ষায় রয়েছেন তারা।

সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় অর্ধশত লঞ্চ ছেড়ে যাওয়ার পরেও কোথাও নেই তিল পরিমাণ জায়গা। ছাদ থেকে শুরু করে লঞ্চের বারান্দা এমনকি সিঁড়ি পর্যন্ত মানুষে ভর্তি। হাজারও মানুষের ভিড়ে শুধু একটু বসার জয়গা করে করতে পারলেই খুশি আনন্দ উপচে পড়ছে।

/এসএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট