X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সবার সচেতনতায় প্রতিরোধ হবে চিকুনগুনিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৭, ২০:১১আপডেট : ২০ জুলাই ২০১৭, ২০:৫৬

 

রোগের নাম চিকুনগুনিয়া শির্ষক বাংলা ট্রিবিউনের বৈঠকি সরকার মহামারি ঘোষণা না দিলেও মশাবাহিত রোগ চিকুনগুনিয়া ভয়াবহ আকার ধারণ করেছে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা না বাড়লে এককভাবে সরকারি  পক্ষে এই রোগ মোকাবিলা করা কঠিন। সবার সচেতনতায়  চিকুনগুনিয়া প্রতিরোধ সম্ভব। বাংলা ট্রিবিউন আয়োজিত ‘রোগের নাম চিকুনগুনিয়া’ শীর্ষক বৈঠকিতে বক্তারা এসব কথা বলেন।  বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪ টায় বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে এটিএন নিউজ।

এটিএন নিউজের উপস্থাপক অনিক খানের সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ( অঞ্চল-৫) এস এম অজিয়র রহমান, চিকিৎসক ডা. এবিএম আবদুল্লাহ, স্থপতি মোবাশ্বের হোসেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভিলেন্স অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) পরিচালক ডা. বায়োজিদ খুরশীদ রিয়াজ, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ ও সিনিয়র রিপোর্টার জাকিয়া আহমেদ।


ডা. এবিএম আবদুল্লাহ বৈঠকির শুরুতেই চিকিৎসক ডা. এবিএম আবদুল্লাহ বলেন, ‘চিকুনগুনিয়া নতুন কোনও রোগ নয়। ২০০৮ সালে বাংলাদেশে এটি প্রথম ধরা পড়ে। ২০১১-১২ সালে চিকুনগুনিয়ার কিছু রোগী পাওয়া যায়। এবার বেশি আকারে ছড়িয়ে পড়েছে। এটা আসলে মহামারি বলার মতো হয়নি।  এটা একটা ভাইরাল রোগ।’ 

ডা. এবিএম আবদুল্লাহ বলেন, ‘এটা খু্ব একটা সিরিয়াস রোগ না। এটার বড় সমস্যা গিঁটে গিঁটে ব্যথা হয়। মৃত্যুর সংখ্যা খুব একটা নেই। যাদের হৃদরোগ বা অন্যরোগ আছে, তাদের ক্ষেত্রে হয়ত চিকুনগুনিয়া হলে ঝুঁকি থাকতে পারে।’

খান মোহাম্মদ বেলাল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগ প্রসঙ্গে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল বলেন, ‘বরাবরই সিটি করপোরেশন মশা নিধনে কাজ করে যাচ্ছে। চিকুনগুনিয়া নামটিও আমাদের কাছে এতটা পরিচিত ছিল না। এডিস মশা থেকে চিকুনগুনিয়া হয়। সিটি করপোরেশন রাস্তা, ফুটপাথ, নর্দমায় ওষুধ ছিটায়। কিন্তু বাসা-বাড়ির ভেতরে দেওয়ার সুযোগ নেই। এজন্য, মানুষের সচেতনাবৃদ্ধির কাজ করছি। মানুষ আগের চেয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছে। আগের মতো মানুষের সম্পৃক্ততা পাওয়া যায় না।’

 সিটি নির্বাচনের জন্য মেয়ররা যে প্রচারণা করেছেন, চিকুনগুনিয়া নিয়ে মানুষকে সচেতন করতে সে পরিমাণ প্রচারণা করেছেন কিনা, এমন প্রশ্ন তোলেন  বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ। তবে এ প্রশ্নের উত্তর দেননি বৈঠকিতে উপস্থিত সিটি করপোরেশনের কর্মকর্তারা।

এস এম অজিয়র রহমান

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) এস এম অজিয়র রহমান বলেন, ‘মশা কিন্তু ঢাকা শহরে আগের চেয়ে কমেছে। চিকুনগুনিয়া বেড়ে যাওয়ার জন্য সবাই ভাবছেন মশা বেড়েছে। কিন্তু সব মশায় চিকুনগুনিয়া হয় না।’

এস এম অজিয়র রহমান বলেন, ‘চিকুনগুনিয়া প্রতিরোধ করতে আমরা স্থানীয় জনগণকে সম্পৃক্ত করেছি। সিটি করপোরেশন মানুষকে সচেতন করতে কাজ করে যাচ্ছি।’

চিকুনগুনিয়ার রোগ প্রসঙ্গে ডা. এবিএম আবদুল্লাহ বলেন, ‘এটা খু্ব একটা সিরিয়াস রোগ না। এটার বড় সমস্যা গিঁটেয় গিঁটে ব্যথা হয়। মৃত্যুর সংখ্যা খুব একটা নেই। যাদের হৃদরোগ বা অন্যরোগ আছে, তাদের ক্ষেত্রে হয়ত চিকুনগুনিয়া হলে ঝুঁকি থাকতে পারে।’

প্রতিরোধ প্রসঙ্গে এবিএম আবদুল্লাহ বলেন, ‘চিকুনগুনিয়া মানে হচ্ছে ধনুকের মতো বেঁকে যাওয়া। এই রোগে মারা যাওয়ার আশঙ্কা খুব কম।  চিকুনগুনিয়া দ্বিতীয়বার হয় না।  জ্বর হলেই কিন্তু চিকুনগুনিয়া নয়। ব্যথা হলেই ব্যথানাশক ওষুধ নিজের ইচ্ছায় খাওয়া যাবে না। খাবার নিয়ে কোনও বিধি নিষেধ নেই, সব ধরনের খাবারই খাওয়া যাবে।’ তিনি বলেন, ‘আতঙ্কের কিছু না, কেউ কেউ ব্যথায় ভোগেন, এটাই সমস্যা। চিকুনগুনিয়া টেস্ট একটু ব্যয়বহুল। তবে আতঙ্কিত হয়ে নিজে নিজে এই টেস্ট করা উচিত নয়। চিকিৎসকের পরামর্শ নিয়ে করা উচিত।  দিনের বলায় এডিস মশার কামড়ে চিকুনগুনিয়া হতে পারে।’

স্থপতি মোবাশ্বির হোসেন

স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, ‘মহামারির মানে কী, সেটা আমার জানা দরকার নেই। চিকুনগুনিয়ায় মৃত্যু নেই বললেই চলে। এখন অনেকে জ্বর আর ব্যথা হলেই চিকুনগুনিয়া  ভাবছেন। সব চেয়ে বড় সমস্যা, আমরা নিজেরাই ইচ্ছামতো ওষুধ খাওয়া শুরু করে দিয়েছি।’ তিনি বলেন, ‘সরকার চিৎকার করেছে, মেয়ররা করছেন, রাস্তা পরিষ্কার করা হচ্ছে। কিন্তু মানুষের বাড়ির ছাদে তো তারা যেতে পারেন না, সেখানে তো মশা জন্মাচ্ছে।’

ডা. বায়েজিদ খুরশীদ রিয়াজ

ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভিলেন্স অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) পরিচালক ডা. বায়েজিদ খুরশীদ রিয়াজ বলেন, চিকুনগুনিয়ার ক্ষেত্রে কেন মহামারি বলছে না সরকার, সরকার সব সময় চায় স্থিতিশীলতা বজায় থাকুক। সরকার চায় চিকুনগুনিয়া নিয়ে সমস্যার মোকাবিলা করতে।’ তিনি আরও বলেন,  ‘মশাবাহিত রোগ নিয়ে আমাদের বিশদভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। কীটতত্ত্ববিধ, চিকিৎসক, নগরবিদ সবাইকে নিয়ে কাজ করতে হবে।’ 

হারুন উর রশীদ

বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ বলেন, ‘মশা নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু মশা মরছে  না।  ভালো কাজের উদাহরণ দিতে আমরা সিঙ্গাপুরের কথা বলি। কিন্তু খারপ কাজের কথা হলে বলা হয়, এ সমস্যা সারাবিশ্বে আছে।  মশা নিয়ে সিটি করপোরেশনের কোনও গবেষণা আছে কিনা, সেটাও দেখার বিষয়।’

এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল বলেন, ‘আমাদের সীমাবদ্ধতা আছে। চাইলেই আমরা গবেষণা করতে পারছি না।’

হারুন উর রশীদ বলেন, ‘সংবাদ মাধ্যমের বিরুদ্ধে সব সময় বেশি অভিযোগ।  সংবাদমাধ্যম বাড়িয়ে প্রচার করে। চিকুনগুনিয়ায় আক্রান্তরা ভাবছেন সংবাদমাধ্যম ঠিকমতো লিখছে না। আবার চিকুনগুনিয়া যাদের প্রতিরোধ করার কথা, তারা বলছেন সংবাদমাধ্যম বাড়িয়ে লিখছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের দেশে কোনও ঘটনা ঘটলে উত্তেজিত হয়ে পড়ি। মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। চিকুনগুনিয়া মহামারি না হলেও ভয়াবহ আকার ধারণ করেছে। সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

জাকিয়া আহমেদ

বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার জাকিয়া আহমেদ বলেন, ‘‘চিকুনগুনিয়া মহামারি কিনা, সেটা নিয়ে চিকিৎসকদের মধ্যে মতানৈক্য রয়েছে। কেউ মহামারি বলছেন, কেউ বলছেন, ‘না’। ঢাকা শহরে এখন প্রায় প্রতিটি ঘরে চিকুনগুনিয়া রোগী পাওয়া যাবে। চিকুনগুনিয়া মহামারি কিনা, সেটা নির্ধারণ করবে যথাযথ কর্তৃপক্ষ।’  তিনি আরও বলেন, ‘ঢাকার বাইরে থেকে চিকুনগুনিয়ার রোগী পাওয়া যাচ্ছে।’’ কিন্তু ঠিক কত জন চিকুনগুনিয়া আক্রান্ত, তার  কোনও সঠিক পরিসংখ্যান নেই বলেও তিনি জানান।

ছবি: নাসিরুল ইসলাম ও সাজ্জাদ হোসেন

 /সিএ/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি