X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

তদন্ত প্রতিবেদন সন্তোষজনক না হলে আরেকটি কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৭, ১৩:৪০আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৩:৪৫

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ফাইল ছবি শাহবাগে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের আহত হওয়ার ঘটনাটি দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘ছেলেটির চোখের দৃষ্টিশক্তি থাকবে কি, থাকবে না সেই প্রশ্ন দেখা দিয়েছে। এক্ষেত্রে পুলিশের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি করেছি। কমিটির দেওয়া প্রতিবেদন সন্তোষজনক না হলে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হবে। কার গাফিলতিতে এমন দুঃখজনক ঘটনা ঘটেছে তা খুঁজে বের করবোই। যার গাফিলতিতে এ ঘটনা ঘটেছে তাকে বিচারের আওতায় আনবো।’

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৭ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

মন্ত্রী বলেন, ‘শাহবাগ মোড় অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এখানে যেন কোনোভাবেই যানবাহন থমকে না থাকে, যানজটের সৃষ্টি না হয় সেজন্যই পুলিশকে সচেষ্ট থাকতে হয়। এ লক্ষ্যেই পুলিশ সেখানে তৎপর থাকে। সরকারি পক্ষের বা বিপক্ষের হোক কোনও ধরনের সভা-সমাবেশ করতে পুলিশ সেখানে বাধা দেয়।’

বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষার রুটিন প্রকাশের দাবিতে কর্মসূচি পালন করে। এসময় পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।এতে গুরুতর আহত হয় সিদ্দিকুর। আঘাতে তার দুই চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তাকে আহত অবস্থায় সহপাঠীরা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে থেকে তাকে জাতীয় চক্ষু ইনস্টিটিউটে নেওয়া হয়।

পুলিশ প্রথম থেকেই দাবি করছে, ইট-পাটকেল বা ফুলের টবের আঘাতে তিনি আহত হয়েছেন। বিষয়টি নিয়ে দেশের সর্বত্র পুলিশের সমালোচনা করা হচ্ছে।

/এসআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ