X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

'মুক্তামনির অপারেশনকে চ্যালেঞ্জিং মনে করছেন সিঙ্গাপুরের ডাক্তাররাও'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০১৭, ১৫:৩১আপডেট : ২৭ জুলাই ২০১৭, ১৫:৩৮

বিরল রোগে আক্রান্ত মুক্তামনি মুক্তামনির চিকিৎসার ব্যাপারে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের ডাক্তারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ডাক্তারদের। এ সময় মুক্তামনির অপারেশনকে ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করেছেন সিঙ্গাপুরের ডাক্তাররা। তাকে সিঙ্গাপুর নিয়ে যেতে হবে কিনা এ বিষয়ে তারা চিন্তা-ভাবনা করছেন। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে ভিডিও কনফারেন্সের পর ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্তলাল সেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের ডাক্তারদের সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের ভিডিও কনফারেন্স হয়েছে। সেখানকার প্লাস্টিক সার্জনরাও মুক্তামনিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখেছেন। গত দুই দিন ধরে মুক্তামনির রিপোর্ট নিয়েও তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। মুক্তামনির অপারেশনের ব্যাপারে তারা জানায়, বিষয়টি ‘চ্যালেঞ্জিং অ্যান্ড পোটেনশিয়ালি রিস্কি’।” 

ডা. সামন্তলাল সেন আরও জানান, ‘মুক্তামনির আগের সব রিপোর্ট পর্যালোচনা করে ও তাকে দেখে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ডাক্তাররা কিছু পরামর্শ দিয়েছেন। আরও পরীক্ষা-নিরীক্ষা করতে বলেছেন। তবে সব কিছু দেখে মুক্তামনিকে সিঙ্গাপুরে নেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন সেখানকার ডাক্তাররা। এজন্য নিজেদের মধ্যে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তারা।’  

মুক্তামনির অপারেশন প্রসঙ্গে ড.সামন্ত লাল সেন বলেন, ‘অপারেশনের ব্যাপারে সিঙ্গাপুরের ডাক্তাররাও আমাদের সঙ্গে একমত। আমরা যেভাবে বিষয়টাকে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছি, তারাও তাই দেখছেন। মুক্তামনির অপারেশনের জন্য তার শারীরিক অবস্থাকে যেখানে নিয়ে যাওয়া দরকার, তাকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারছি না। কারণ তার প্লাটিলেট নিয়মিত ওঠানামা করছে। প্লাজমা দরকার হচ্ছে। দীর্ঘদিন ধরে অপুষ্টিতে ভোগা এই শিশুটির নিউট্রেশন আরও ইমপ্রুভ করতে হবে। সবকিছু মিলিয়ে বিষয়টি জটিল। গত সপ্তাহে যে আমরা বলেছিলাম এই সপ্তাহে তার বায়োপসি হবে সেটিও আপাতত সম্ভব হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘মুক্তামনিকে নিয়ে আরও ভাবতে হবে। সে এখনও বায়োপসি করার মতো উপযুক্ত হয়নি। তাকে এখনও আশঙ্কামুক্ত মনে করছেন না ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তাররা।’  

/জেএ/এএইচ/এফএস/ 

আরও পড়ুন- 
মুক্তামনিকে প্রয়োজনে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

‘লিমফেটিক ম্যালফরমেশন’ রোগে আক্রান্ত মুক্তামনি

মুক্তামনির চিকিৎসা: পাড়ি দিতে হবে দীর্ঘ পথ

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ আসছে আজ
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ আসছে আজ
থাইল্যান্ড সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধানমন্ত্রী
থাইল্যান্ড সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধানমন্ত্রী
অবশেষে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
অবশেষে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
আদালতে ড. ইউনূস
আদালতে ড. ইউনূস
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!