X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক নাও হতে পারে: সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৭, ১৩:৪৫আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৩:৫০

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ফাইল ছবি অতিবৃষ্টি অব্যাহত থাকলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক নাও হতে পারে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার দুপুরে সচিবালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বন্যা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, ‘এবারের বন্যা অতীতের সব রেকর্ড ভাঙতে চলেছে। এর ভয়াবহতা ব্যাপক। অনেক ব্রিজ-কালভার্ট নষ্ট হয়েছে। এই ক্ষয়ক্ষতি ঈদের আগে পরিপূর্ণভাবে ঠিক করা চ্যালেঞ্জ,তবে আমরা চেষ্টা করছি। আশা করি, সড়কগুলো যান চলাচলের উপযোগী করা সম্ভব হবে। এর মধ্যে যদি অতিবৃষ্টি হয় তাহলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক নাও হতে পারে।’

বৈঠকে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করার বিষয় নিয়েই কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘দিনাজপুর পরিদর্শন করেছি। দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত রাস্তার ১০টি পয়েন্ট ভেঙে গেছে। অতি বর্ষণের ভয়াবহতা এত যে ২৩টি পয়েন্টে ১-৩ কিলোমিটার রাস্তা পানিতে ডুবে গেছে। এছাড়াও অন্যান্য জায়গায় বেশ কিছু রাস্তাও ডুবে রয়েছে।’

তিনি বলেন, ‘রাস্তার ওপর যেন চাপ না পড়ে সেজন্য মালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। বিজেএমইএ’র নেতাদের সঙ্গে কথা বলেছি, যেন এবার শ্রমিকদের ঈদের ছুটি ২দিন আগে দেওয়া হয়। মহাসড়কে যানজট এড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি, মহাসড়ক এবং মহাসড়কের ওপর চাপ পড়ে এমন কোনও জায়গাতেও যেন পশুর হাট না বসে।’

ফরিদপুর যাওয়ার পথে ভাঙার মালিগ্রাম এবং টঙ্গীতে পশুর হাট এবার বসবে না। এই দুটি হাট মহাসড়কের সমস্যা করে বলেও জানান তিনি।

ফিটনেসবিহীন গাড়িতে পশুবহন চলবে না, উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘ঈদের ৫ দিন এবং পরবর্তী ৫ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঈদের আগের তিনদিন কোনও পণ্যবাহী ট্রাক মহাসড়কে চলবে না। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ট্রাকগুলো (সবজি, কাঁচামাল ইত্যাদি) এর বাইরে থাকবে।’

মহাসড়কে যানজট নিরসনে ২৫টি জায়গায় সিটিটিভি বসানো হবে জানিয়ে তিনি বলেন, ‘মেঘনা ও গোমতী সেতুতে টোল আদায় কার্যক্রম দ্রুত করতে অতিরিক্ত টোল প্লাজা বসানো হবে। বন্যার কারণে সমস্যা হতে পারে, এজন্য সবার সহযোগিতা কাম্য।’

/এসআই/এমও/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
বাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও উইন্ডিজ
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও উইন্ডিজ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি