X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

দুর্যোগে বেশি ঝুঁকিতে পড়ে কন্যাশিশুরা: মেহের আফরোজ চুমকি

বাংলা ট্র্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৭, ২৩:৫৪আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ২৩:৫৪

মেহের আফরোজ চুমকি (ফাইল ছবি) মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘কন্যাশিশুরা দুর্যোগ ও বন্যায় সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে কন্যাশিশুরা পুনর্বাসন কেন্দ্রে অথবা নিজগৃহে অনেক সময় যৌন নির্যাতনেরও শিকার হয়। এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিসহ সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

বুধবার (২৩ আগস্ট) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন, ইউরোপীয় ইউনিয়ন ও খাদ্য অধিকার বাংলাদেশের যৌথ আয়োজনে সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়ন নীতি ও অভিজ্ঞতা বিষয়ক কনভেনশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাদ্য অধিকার বাংলাদেশ ও পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমেদের সভাপতিত্বে কনভেনশনে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবির, বাংলাদেশ উন্নয়ন গবেষণার সিনিয়র রিচার্স ফেলো ড. নাজনীন আহমেদ,  ইউরোপীয় ইউনিয়নের রুরাল ডেভেলপমেন্টের টিম লিডার ডোরসে ভোসে, খাদ্য অধিকার বাংলাদেশের  সাধারণ সম্পাদক মহসিন আলী প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, ‘দরিদ্র বিমোচন এই সরকারের প্রথম ও প্রধান উদ্দেশ্য। এজন্য সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচি কার্যক্রম জোরদার করেছে। এই খাতে সরকারের ব্যয় হবে ৫৪ হাজার কোটি টাকা। যা বাজেটের ১৩ শতাংশ।’ তিনি আরও বলেন, ‘কোনও সম্প্রদায় ও দলের লোককে পিছিয়ে রাখলে দেশ দারিদ্র্যমুক্ত করা যাবে না। সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী নির্বাচনে সবাইকে সমান দৃষ্টিতে দেখতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, সুবিধাভোগী নির্বাচনে অনেক সময় লক্ষ্য করা যায় একই পরিবারের একাধিক ব্যক্তি বিভিন্ন সুবিধা নিচ্ছে। পক্ষান্তরে, অনেক পরিবারের কেউই কোনও সুবিধা পাচ্ছে না। এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের আরও সচেতন হতে হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এই সমস্যা সমাধানে সরকার একটি ডাটাবেজ তৈরির কাজ করছে।’

কনভেনশনে কিছু দাবিও তোলা হয়। সেগুলো হচ্ছে- ২০১৭-২০১৮ অর্থবছরের মধ্যে অতিদরিদ্রদের ডাটাবেজ সম্পন্ন করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের স্বচ্ছ তালিকা করা, প্রকল্প এলাকায় উপকারভোগী নির্বাচনে অনিয়মের ক্ষেত্রে ইউপিতে অভিযোগ বা পরামর্শ বাক্স স্থাপন করা, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্দিষ্ট স্থানে উপকারভোগীদের তালিকা প্রদর্শনের ব্যবস্থা নিশ্চিত করা, সব কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়া  মনিটরিং নিশ্চিত করা, ভিজিডি কর্মসূচির উপকারভোগীদের (দুঃস্থ নারীদের) আর্থ-সমাজিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে চলমান সহায়তার পাশাপাশি আয়বর্ধক কার্যক্রম বাস্তবায়নে সহয়তা করা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন  নিশ্চিত করতে সমতল এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য সামাজিক  সুরক্ষা কার্যক্রমের আওতায় বিশেষ কর্মসূচি গ্রহণ করা, বিদ্যমান নীতিমালায় স্থানীয় পর্যায় কমিটিতে (ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়) উপকারভোগীদের মধ্য থেকে প্রতিনিধি রাখার বিধান করা।

 

 

/এসআই/এএম
সম্পর্কিত
সর্বশেষ খবর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা