X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ষোড়শ সংশোধনী বাতিল নিয়ে আজ আলোচনা হবে সংসদে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৭, ১২:০৮আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১২:১৩

সংসদ অধিবেশন, ফাইল ছবি সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আজ (বুধবার) সংসদে নোটিশ উঠছে। জাসদের এমপি মইন উদ্দিন খান বাদল সংসদের কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারায় এই বিষয়ে নোটিশ দিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন।

নোটিশে ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও রায়ের অসাংবিধানিক পর্যবেক্ষণের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করা হয়েছে। বুধবার সংসদের দিনের কার্যসূচির শেষ এজেন্ডা হিসেবে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সংসদের ওয়েব সাইটে প্রকাশিত কার্যসূচিতে দেখা গেছে।

বিকাল ৫টায় সংসদের বৈঠক শুরুর কথা রয়েছে। কার্যসূচিতে দেখা গেছে, শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এরপর জরুরি জনগুরুত্ব নোটিশের নিষ্পত্তি ও আইন প্রণয়ন শেষে এমপি বাদলের নোটিশটি উত্থাপন করে এবং তার ওপর সাধারণ আলোচনা হবে।

প্রস্তাবে এমপি বাদল বলেছেন, সংসদের অভিমত এই যে, ‘সংবিধান ষোড়শ সংশোধনী মামলার রায়ে সংবিধান ষোড়শ সংশোধনী Ultra Vires ঘোষণাকে বাতিল করতে ও মাননীয় প্রধান বিচারপতি কর্তৃক জাতীয় সংসদ সম্পর্কে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে যে অসাংবিধানিক, আপত্তিকর ও অপ্রসাঙ্গিক পর্যবেক্ষণ দেওয়া হয়েছে তা বাতিল করতে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক।’

এর আগে রবিবার দশম সংসদের সপ্তদশ অধিবেশন শুরুর পর স্বতন্ত্র তাহজীব আলম সিদ্দিকী সংসদে ষোড়শ সংশোধনী বাতিল বিষয়ে আপিল বিভাগের রায় নিয়ে অনির্ধারিত আলোচনা শুরু করলে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া তাকে থামিয়ে দিয়ে সংসদে নোটিশ নেওয়ার পরামর্শ দেন। পরেবাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ সংসদের কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারায় এই বিষয়ে আলোচনার কথাও বলেন।

প্রসঙ্গত, বিচারপতিদের ইমপিচমেন্টের ক্ষমতা সুপ্রিম জুড়িশিয়াল কাউন্সিল থেকে সংসদের হাতে ফেরত নিয়ে ২০১৪ সালে সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়। প্রথমে হাইকোর্ট বিভাগ ও পরে আপিল বিভাগের রায়ে ষোড়শ সংশোধনী বাতিল হয়। বাতিল সংক্রান্ত আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের পাশাপাশি সংসদ সম্পর্কে কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়। এই পর্যবেক্ষণকে অসাংবিধানিক ও অপ্রসঙ্গিক উল্লেখ করে এটা নিয়ে সরকারি দল থেকে এ রায় নিয়ে প্রধান বিচারপতি এসকে সিনহার ব্যাপক সমালোচনা করা হয়। বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হবে বলেও ওই সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকার দলের একাধিক মন্ত্রী এমপি জানান।

 

 

/ইএইচএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ