X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

‘রোহিঙ্গাদের দুর্দশা বর্ণনা করার ভাষা নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০২

বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শেখ শাহরিয়ার জামান (ছবি- সাজ্জাদ হোসেন) মিয়ানমারের রাখাইনে চলমান সহিংসতা পরিস্থিতিতে যেসব রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন, তাদের দুর্দশা বর্ণনা করার ভাষা নেই। নো-ম্যানস ল্যান্ডে হাজার হাজার রোহিঙ্গা অবস্থান করছেন। কক্সবাজারের উখিয়া, কুতুপালং অঞ্চলে রাস্তার ওপর দিন কাটাতে হচ্ছে রোহিঙ্গাদের।
এভাবেই রোহিঙ্গা পরিস্থিতির কথা বলছিলেন বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শেখ শাহরিয়ার জামান। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শুরু হওয়া ‘রোহিঙ্গা সংকট বনাম মানবতা’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি তিনি এসব কথা বলেন।
শেখ শাহরিয়ার জামান জানান, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার ঘটনা শুরু হওয়ার পর তিনি কক্সবাজার সীমান্ত এলাকায় গিয়েছেন, খবর তুলে এনেছেন। সেই অভিজ্ঞতা থেকে তিনি বলেন, ‘জুলাই মাসে সীমান্ত পেরিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করেছে বলে জানতে পারি। তখন বিজিবির সঙ্গে যোগাযোগ করলে জানতে পারি, সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। কিন্তু আগস্টে রাখাইন রাজ্যে সহিংসতা মাত্রা ছাড়াতে শুরু করলে কক্সবাজার ও বান্দরবান সীমান্ত দিয়ে দলে দলে রোহিঙ্গা ঢুকতে শুরু করে বাংলাদেশে। কক্সবাজার সীমান্ত অঞ্চলে গিয়ে দেখেছি, নো-ম্যানস ল্যান্ডে ১০ থেকে ১২ হাজার রোহিঙ্গা অবস্থান করছে। তারা সুযোগ খুঁজছে বাংলাদেশে পালিয়ে আসার। এরপর উখিয়া, কুতুপালং দিয়ে তারা বাংলাদেশে ঢুকতে শুরু করে। আক্ষরিক অর্থে রোহিঙ্গাদের স্রোত ঢুকতে থাকে বাংলাদেশে। তাদের যাওয়ার কোনও জায়গা নেই, থাকার কোনও জায়গা নেই। কুতুপালংয়ে রাস্তার ওপরেই অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করে থাকার চেষ্টা করতে দেখেছি এসব রোহিঙ্গাদের। তারা যে কত কষ্টে রয়েছে, সেটা চোখে না দেখলে বলে বোঝানো যাবে না।’
শেখ শাহরিয়ার জামান বলেন, ‘২৪ আগস্ট ছিল কফি আনানের সঙ্গে মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র বৈঠক। আমরা তো সবাই আশা করছিলাম, পরদিন ওই বৈঠকের খবরই ফলাও করে প্রচার হবে সারাবিশ্বের গণমাধ্যমে। কিন্তু ওই দিনই রাখাইনে সহিংসতায় প্রাণ হারান শতাধিক মানুষ। সেই খবরই জায়গা করে নিয়েছে গণমাধ্যমে। এই কমিশনের প্রতিবেদনও তাই তখন আলোচনায় আসতে পারেনি।’
বৈঠকিতে আলোচক হিসেবে আরও উপস্থিত আছেন সাবেক পররাষ্ট্র সচিব মুন্সী ফয়েজ, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজিম উদ্দিন খান, ব্র্যাক-এর মাইগ্রেশন প্রকল্পের প্রধান শরীফুল হাসান ও বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।
মুন্নী সাহা’র সঞ্চালনায় বৈঠকিটি এটিএন নিউজ ও বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

/আরএআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অভিযান চালিয়েও কেন রিকশা ঠেকানো যাচ্ছে না রাজপথে?
অভিযান চালিয়েও কেন রিকশা ঠেকানো যাচ্ছে না রাজপথে?
হেলিকপ্টারে থাকা সব যাত্রীর নিহতের আশঙ্কা
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তহেলিকপ্টারে থাকা সব যাত্রীর নিহতের আশঙ্কা
দুর্ঘটনাস্থলে পৌঁছেছে রেড ক্রিসেন্ট
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তদুর্ঘটনাস্থলে পৌঁছেছে রেড ক্রিসেন্ট
রাঙামাটিতে ইউপিডিএফের ডাকা অর্ধদিবস অবরোধ চলছে
রাঙামাটিতে ইউপিডিএফের ডাকা অর্ধদিবস অবরোধ চলছে
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু