X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

আতপ চালে অনীহা!

বাংলা ট্রিবউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫৫

খোলা বাজারে পণ্য বিক্রি চলছে, ফাইল ছবি খোলাবাজারে কম দামে আটা কিনতে এসেছেন ফাতেমা। বেশি দামে আতপ চাল কিনে ঠকেছেন,তাই আজ (সোমবার) দুই কেজি আটা কিনবেন। তিনি  বলেন, ‘আতপ চাল তাই কিনছি না। এ চাল খাওয়ার অভ্যাস নেই, তাই সিদ্ধ চাল কিনবো বাজার থেকে। দুই কেজি আটা কিনেই বাসায় ফিরে যাবো।’

খোলাবাজারে চাল বিক্রির দ্বিতীয় দিনে একই অবস্থা দেখা গেছে বাংলামোটর,পান্থপথ,বংশাল মোড়সহ রাজধানীর বিভিন্ন স্থানে।

বাংলামোটর খোলা বাজারে ট্রাকের সামনে আটা কেনার অপেক্ষায় রিকশা চালক নুরল ইসলাম বলেন, ‘অনেকেই জানেন না কম দামে চাল পাওয়া যাচ্ছে। আমার কথা শুনে আরও কয়েজন আজ চাল ও আটা নিয়েছেন। তবে সবাই তারা আটা কিনেছেন। দ্বিগুণ দামে তারা কেউ আতপ চাল কিনবেন না।’

সম্প্রতি সব ধরনের চালের দাম কেজিতে ১০ টাকারও বেশি বেড়ে যাওয়ায় সরকার পরিস্থিতি সামাল দিতে রবিবার থেকে (১৭ সেপ্টেম্বর) খোলা বাজারে চাল বিক্রি শুরু করেছে। রাজধানীর ১০৯ জায়গায় ট্রাকে ৩০ টাকায় আতপ চাল এবং আটা ১৭ টাকা কেজি দরে বিক্রি করছে খাদ্য মন্ত্রণালয়। গত বছর খোলা বাজারে সরকার চাল বিক্রি করেছে ১৫ টাকায়। এবার বিক্রি করছে দ্বিগুণ দামে।

নুরুল আরও বলেন, ‘বেশি দামে সিদ্ধ চাল কিনবো। পিঠা খাওয়ার জন্য পরে পাঁচ কেজি আতপ চাল কিনে রাখবো।’ 

খোলা বাজালে পণ্য বিক্রির প্রথমদিন রাজধানীতে সব ডিলার মাঠে না থাকলেও আজ প্রায় অনেক জায়গায় ট্রাক সেলে চাল, আটা বিক্রি করতে দেখা গেছে। তবে জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবারও খোলা বাজারে চাল বিক্রি হয়নি। রবিবার ওসমানী উদ্যানের সমানে কয়েক মুহূর্ত ট্রাক থামালে পরে তা চলে যায়।

গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ দামে ওএমএস’র চাল বিক্রির ব্যাপারে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম রবিবার জানিয়েছিলেন, ‘গত বছর যখন ওএমএস চালু করা হয়, তখন বাজারে প্রতি কেজি চালের দাম ছিল ৩০ টাকা। তাই নিম্ন আয়ের মানুষের জন্য ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়েছে। এখন বাজারে প্রতি কেজি চালের দাম ৪৫ টাকা। তাই দাম বাড়ানো হয়েছে।’

এ ব্যাপারে খাদ্যমন্ত্রী সোমবার বাংলা ট্রিবিউনকে বলেন,‘এক সপ্তাহ পর পাবলিক এ আতপ  চালের জন্য হুমড়ি খেয়ে পড়বে। কারণ যে আতপ  চাল দিচ্ছি তা সিদ্ধ চালের চেয়ে ভালো।’

 

আরও পড়ুন: এক সপ্তাহ পর পাবলিক আতপ চালের জন্য হুমড়ি খেয়ে পড়বে: খাদ্যমন্ত্রী

 

  

 

/এসএমএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এতিমখানায় খাবার দেবে আ.লীগের উপ-কমিটি
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এতিমখানায় খাবার দেবে আ.লীগের উপ-কমিটি
রিজার্ভ আর সরকারের পতন কোনোভাবেই ঠেকানো যাবে না: এবি পার্টি
রিজার্ভ আর সরকারের পতন কোনোভাবেই ঠেকানো যাবে না: এবি পার্টি
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল: হাইকোর্টের রায় স্থগিত
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল: হাইকোর্টের রায় স্থগিত
খুলনায় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
খুলনায় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল