X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

১৫ অক্টোবর বিএনপি ও ১৮ অক্টোবর আ.লীগের সঙ্গে সংলাপে বসবে ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৪

নির্বাচন কমিশন আগামী ১৮ অক্টোবর ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ অনুষ্ঠিত হবে। এর আগেই ১৫ অক্টোবর বিএনপির সঙ্গে সংলাপে বসবে ইসি। আর সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে ইসির সংলাপ হবে ৯ অক্টোবর। ইসি জানিয়েছে, দেশের প্রধান এই তিন রাজনৈতিক দলসহ নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গেই সংলাপের সময় নির্ধারণ করা হয়েছে।
আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সংলাপের সময় নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন। তিনি মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী ১৫ অক্টোবর বিএনপি ও ১৮ অক্টোবর আওয়ামী লীগের সঙ্গে সংলাপের সময় চূড়ান্ত হয়েছে। দল দু’টির সঙ্গে কথা বলেই এই সময় নির্ধারণ করা হয়েছে।’ জাতীয় পার্টির সঙ্গে ৯ অক্টোবর সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে ইসির এই ভারপ্রাপ্ত সচিব জানান, অক্টোবর মাসের মধ্যেই সব সংলাপ শেষ করতে চায় ইসি।
ইসি সূত্রে জানা গেছে, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পরে নির্বাচন পর্যবেক্ষক, নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ করবে কমিশন। আগামী মাসের (অক্টোবর) মধ্যেই কমিশন এসব সংলাপ শেষ করবে।
একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন গত জুলাইয়ে দেশের নিবন্ধিত সব রাজনৈতিক দলসহ বিভিন্ন ব্যক্তি, সংগঠনের সঙ্গে সংলাপের উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে ৩১ জুলাই দেশের সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু হয়। এরপর ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসে কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হয় ২৪ আগস্ট। সোমবার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত কমিশন ১৪টি দলের সঙ্গে সংলাপ শেষ করেছে। আগামীকাল বুধবার (২০ সেপ্টেম্বর) গণফ্রন্ট ও গণফোরামের সঙ্গে অনুষ্ঠিত হবে ইসির সংলাপ। এছাড়া, আগামী ৮ অক্টোবর পর্যন্ত আরও আটটি দলের সঙ্গে সংলাপের জন্য নির্ধারিত সূচি প্রকাশ করেছে ইসি।

/ইএইচএস/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা