X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে দিল্লি-নেপিডোর গোপন ‘চুক্তি’?

রঞ্জন বসু, দিল্লি প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৭, ০৪:২৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ০৪:৩৮

 

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে দিল্লি-নেপিডোর গোপন ‘চুক্তি’? ভারতে বসবাসকারী রোহিঙ্গাদের নিজ মিয়ানমারে ফেরাতে দুই দেশের মধ্যে কোনও গোপন সমঝোতা হচ্ছে কিনা, এই নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। সরকারিভাবে দিল্লি বা নেপিডোতে কেউ এখনও এনিয়ে মুখ খোলেননি। তবে বৃহস্পতিবার দিল্লিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের একটি মন্তব্যের পর এই নিয়ে তুমুল জল্পনা সৃষ্টি হয়েছে।

ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের একটি সেমিনারের উদ্বোধন করতে গিয়ে রাজনাথ সিং বলেছেন, ‘ভারত যদি  অবৈধ রোহিঙ্গা অভিবাসীদের ফিরিয়ে দেয়, তাতে অনেকে কেন আপত্তি তুলছেন, তা আমার বোধগম্য নয়। মিয়ানমার তো বলছে, তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি। তাহলে আপনাদের অসুবিধা কোথায়?’

মিয়ানমার কখন, কোথায় এ কথা বলেছে, সেটা অবশ্য তিনি কিছু স্পষ্ট করেননি। তবে সে দেশের স্টেট কাউন্সেলর অং সান সু চির বক্তৃতারও রেফারেন্স টেনেছেন তিনি, যেখানে সু চি বলেছিলেন, বৈধ পরিচয়পত্র দেখাতে পারলে তারা রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে রাজি। 

কিন্তু খুব কম রোহিঙ্গারই যে মিয়ানমারের বৈধ পরিচয়পত্র আছে, সেটা সবারই জানা। তারপরও যেভাবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী একটি প্রকাশ্য অনুষ্ঠানে রীতিমতো দায়িত্ব নিয়ে দাবি করেছেন, ‘মিয়ানমার ভারত থেকে রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি আছে,’  তাতে অনেকেই ধারণা করছেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে ভারত ও মিয়ানমারের মধ্যে পর্দার আড়ালে একটা আলোচনা শুরু হয়ে গেছে।     

এই প্রসঙ্গে জানতে চাইলে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে ওই দিন বলছিলেন, ‘দেখুন, কথাবার্তা তো কিছু হচ্ছেই। ভারত সরকার গত ৯ আগস্ট পার্লামেন্টেই জানিয়েছিল তারা এদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে।’ তিনি আরও বলেন, ‘ধরে নিতে পারি, মিয়ানমার সরকারের সঙ্গে কোনও আলোচনার ভিত্তিতেই এই নীতি ঘোষণা করা হয়েছিল। কারণ ঢাক-ঢোল পিটিয়ে একথা ঘোষণা করার পর যদি একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো না যায়, তাহলে দেড় বছর পর নির্বাচনের সময় সরকার কিভাবে মুখ দেখাবে?’

দিল্লির নামি স্ট্র্যাটেজিক থিংকট্যাংক অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের সিনিয়র ফেলো জয়িতা ভট্টাচার্যও মনে করেন, ‘ভারত ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা সংকট নিয়ে তলে তলে একটা আলোচনা চলছে, এমনটা ধারণা করার যথেষ্ট কারণ আছে।’ তিনি বলেন, ‘দিনকয়েক আগে মিয়ানমারে নরেন্দ্র মোদি ও অং সান সু চির বৈঠকের পর তারা রোহিঙ্গা সংকট নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি ঠিকই, কিন্তু এত বড় একটা সমস্যা নিয়ে তারা কোনও আলোচনাই করেননি, এমনটা হতেই পারে না। বরং উল্টে আমরা এমনই ইঙ্গিত পাচ্ছি যে, রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে ভারত আসলে মিয়ানমারের সঙ্গে একটা সমঝোতায় পৌঁছাতে চেষ্টা করছে।’

এ ধরনের কোনও সমঝোতা সফল হওয়ার পক্ষে সবচেয়ে বড় যুক্তিটা হলো, ভারতে বসবাসকারী রোহিঙ্গা মুসলমানদের সংখ্যা বেশ কম। মাত্রই চল্লিশ হাজারের মতো। সে জায়গায় বাংলাদেশে নতুন ও পুরনো মিলে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা পাঁচ লাখেরও বেশি। ফলে সংকটের ব্যাপকতাও এখানে অনেক গভীর।

ফলে ভারতের কাছ থেকে মিয়ানমার যদি অন্য কোনও সুবিধার প্রতিশ্রুতি পায় (যেমন অবকাঠোমো খাতে লগ্নি, প্রতিরক্ষা সহায়তা বা ওই ধরনের আরও কিছু) তাহলে এই চল্লিশ হাজার লোককে ফিরিয়ে নিতে তারা রাজিও হয়ে যেতে পারে বলে, কূটনৈতিক মহলে অনেকে ধারণা করছেন। তবে এটাও ঠিক, সে ক্ষেত্রে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ফেরানোর জন্যও তাদের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি হতে পারে। 

মিয়ানমারে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত ভিএস শেষাদ্রি অবশ্য রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে এখনই অতটা আশাবাদী হতে পারছেন না। তার মতে, ‘যতক্ষণ মিয়ানমার তাদের সত্যি সত্যি গ্রহণ করছে, ততক্ষণ কিছু বলা মুশকিল।’ তিনি বলেন, ‘‘আসলে এটা বুঝতে হবে, সু চির ওপর সে দেশের সেনাবাহিনীর প্রভাব এখনও প্রবল। সে দেশে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে তাকেও সেনাদের সঙ্গে আপস করেই চলতে হচ্ছে। আর সেনাবাহিনী এই রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ঘোরতর বিরোধী। ফলে এ ব্যাপারে কোনও কূটনৈতিক ‘ডিল’ করার কাজটা মোটেই সহজ হবে না।’’

তারপরও যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তার দাবি, ‘‘মিয়ানমারও তাতে রাজি। তাতে অনেকেই একটা ‘গোপন চুক্তি’র আভাস পাচ্ছেন!’’

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ