X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

গণহত্যার দায়ে মিয়ানমারের বিচার সম্ভব বাংলাদেশেও

উদিসা ইসলাম
২২ সেপ্টেম্বর ২০১৭, ১২:০৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৪

রোহিঙ্গা (ছবি: ফোকাস বাংলা) মিয়ানমারে চলমান গণহত্যা ও লাখ লাখ রোহিঙ্গাকে দেশত্যাগে বাধ্য করার জন্য আন্তর্জাতিক আদালত তো বটেই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও দেশটির বিচার সম্ভব বলে মনে করছেন আইন বিশ্লেষকরা।  তারা বলছেন, ‘বিচারের পাশাপাশি বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য মিয়ানমারের কাছে ক্ষতিপূরণও দাবি করতে পারে।’

এরইমধ্যে মালয়েশিয়ায় আন্তর্জাতিক গণআদালতের শুনানিতে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছেন রোহিঙ্গা, কাচিন, কারেনসহ কয়েকটি জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা। এদিকে ‘রোম স্ট্যাটু অব ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ১৯৯৮’ এর অনুচ্ছেদ ১৩ অনুযায়ী আন্তর্জাতিক আদালতে বিচার করার পাশাপাশি মিয়ানমারের সেনাপ্রধানকে ‘সুপিরিয়র রেসপনসিবিলির’ দায়ে অভিযুক্ত করা সম্ভব, বলে মত দিয়েছেন গণহত্যা নিয়ে কাজ করছেন এমন গবেষকরা।

রোম স্ট্যাটু অব ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ১৯৯৮ এ বলা হয়েছে, ‘যেসব সদস্য দেশ রেকটিফাই করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের (আইসিসি) পূর্ণাঙ্গ সদস্য হয়েছে তারা যদি এ ধরনের কোনও অপরাধ সংঘটিত করে তাদের বিচার আইসিসি করতে পারবে।’ কিন্তু মিয়ানমার রেকটিফাই করেনি। তবে আইন বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রেও উপায় আছে। নিরাপত্তা পরিষদ একটি রেজুলেশন পাশ করে সরাসরি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টকে (আইসিসি) বিচারের জন্য বলতে পারে। এছাড়াও বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য মিয়ানমারের কাছে ক্ষতিপূরণ দাবি করতে পারে। যেহেতু মিয়ানমার নির্যাতন করে তাদের নাগরিকদের আমাদের দেশে পাঠিয়েছে; সেহেতু ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) গিয়ে রোহিঙ্গাদের খাবার, আশ্রয়, ভরণপোষণ চেয়ে ক্ষতিপূরণ চাইতে পারবে বাংলাদেশ।

গণহত্যার দায়ে মিয়ানমারের বিচার সম্ভব বাংলাদেশেও

এদিকে মালয়েশিয়ার গণ আদালতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক অংশ নিয়ে কমিশনের পক্ষ থেকে বলেছেন, ‘মিয়ানমারের নাগরিকদের হত্যা ও নির্যাতনের করণে জাতিসংঘ, আশিয়ান, ওআইসিসহ বিশ্বের অন্যান্য আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রতিষ্ঠানগুলো যেন মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করে। যাতে এই নির্যাতন বন্ধ হয় এবং যেসব নাগরিক বাংলাদেশে চলে আসতে বাধ্য হয়েছে তাদের যেন নিজ দেশে ফেরত নিয়ে যাওয়া হয়।’

কেবল ফিরিয়ে নিলেই হবে না, হাজার হাজার মানুষ হত্যার দায়ে মিয়ানমারকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ধরণের গণহত্যার বিচারের জন্য বিশ্বে একটি স্থায়ী আদালত আছে। রোম স্ট্যাটু অব ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ১৯৯৮ এর অনুচ্ছেদ ১৩ অনুযায়ী আইসিসিতে মিয়ানমারের বিচার করা সম্ভব।’

কিভাবে বিচার করা যাবে, জানতে চাইলে তিনি বলেন, ‘নিরাপত্তা কাউন্সিল রেজুলেশন পাশ করে সেটা রেফার করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে পাঠাতে পারে। এরপর আইসিসি স্বপ্রণোদিত হয়ে অনুসন্ধান করে মামলা নিতে পারে।’ নো-ম্যানস ল্যান্ডে রোহিঙ্গা নারী-পুরুষ

তিনি আরও বলেন, “মিয়ানমারের সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যগুলো গণহত্যাকে উসকানি  দেওয়ার সামিল। আমাদের মনে রাখতে হবে সেরু সাগু একজন সিভিলিয়ান ছিলেন এবং তার বিচার রুয়ান্ডাতে হয়েছে। সেক্ষেত্রে মিয়ানমারের ‘সুপিরিয়র রেসপনসিবিলির’ দায়ভার অং সান সু চিকে নিতে হবে।”

বাংলাদেশের আইনে কিভাবে বিচারটি করা সম্ভব প্রশ্নে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল আইন অনুসারে বিচার করতে হলে অপরাধটি বাংলাদেশে সংঘটিত হতে হবে। কিন্তু আইনের সার্বজনীন এখতিয়ারও রয়েছে। সে অনুযায়ী, অন্য দেশে মানবতাবিরোধী কোনও অপরাধ করে যদি আমাদের দেশে আশ্রয় নেয় তাহলে আমরা আমাদের আইন অনুযায়ী ওই ব্যক্তির বিচার করতে পারবো। অর্থাৎ অপরাধীকে বিচার করতে হলে তাকে কখনও না কখনও বাংলাদেশে আসতে হবে।’

মিয়ানমারের বিচার চেয়ে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে কিনা প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন এটার সময় না। জরুরি মুহূর্তে আমরা মানুষগুলোকে বাঁচানো নিয়ে অনেক বেশি কাজ করছি।’

আরও পড়ুন- রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে শেখ হাসিনার পাঁচ প্রস্তাব

 

/এমও/টিএন/এফএস/
সম্পর্কিত
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
‘হতাশা থেকে রোহিঙ্গারা আইনবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারে’
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ