X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বাংলা ট্রিবিউনে খবর প্রকাশ: জলাবদ্ধতা থেকে মুক্তি পেলো নন্দীপাড়ার সেই ৩০ পরিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৭, ০০:১৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ০০:৩৬

পাম্প বসিয়ে অপসারণ করা হচ্ছে পানি বালু ফেলে প্লট ভরাট করার কারণে রাজধানীর নন্দীপাড়ায় পানিবন্দি হয়ে পড়া সেই ৩০ পরিবার বন্দি দশা থেকে মুক্তি পেয়েছে। স্থানীয়দের দুর্ভোগের চিত্র তুলে ধরে বাংলা ট্রিবিউনে সংবাদটি প্রকাশের পর ব্যবস্থা নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ‘বালু দিয়ে প্লট ভরাট: পানিবন্দি নন্দীপাড়ার ৩০ পরিবার’ শিরোনামে খবরটি প্রকাশিত হয়।

বাংলা ট্রিবিউনের সংশ্লিষ্ট প্রতিবেদক সংবাদটি সংগ্রহ করে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলালের বক্তব্য জানতে চান। এসময় তিনি সঙ্গে সঙ্গে তার সংশ্লিষ্ট অঞ্চলের দায়িত্বে থাকা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সমস্যাটি সমাধানের নির্দেশ দেন। ডিএসসিসির অঞ্চল-২-এর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এ কে এম মামুনুর রশিদ ওই এলাকার জলাবদ্ধতা নিরসনে তাৎতক্ষণিকভাবে ব্যবস্থা নেন।

সমস্যা সমাধানে দায়িত্ব দেওয়া হয় দফতরের একজন প্রকৌশলীকে। তিনি এলাকায় গিয়ে দায়ী ব্যক্তিদের পানি অপসারণের ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এলাকাটি দক্ষিণ সিটি করপোরেশনে নতুন সংযুক্ত হওয়া দক্ষিণগাঁও ইউনিয়নের একটি ওয়ার্ড মাত্র। এতে অনুষ্ঠানিকভাবে এখনও সিটি করপোরেশন প্রশাসনিক কার্যক্রম শুরু না করলেও সংবাদ প্রকাশের পর ব্যবস্থা নিয়েছে ডিএসসিসি।

জলাবদ্ধতার শিকার নন্দীপাড়া মঙ্গলবার বিকালে এলাকায় গিয়ে দেখা গেছে, বালু ভরাট করে জলাবদ্ধতা তৈরি করা ব্যক্তিরাই পাম্প বসিয়ে পানি অপসারণ করছেন। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। এলাকাজুড়ে জলাবদ্ধতার খবর সংগ্রহ করার প্রকাশ করার পর কয়েকজন এলাকাবাসী বাংলা ট্রিবিউন ও সিটি করপোরেশনকে ধন্যবাদ জানিয়েছেন।

স্থানীয় একটি বাড়ির মালিক জওয়াহের আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা অনেকদিন ধরেই পানিবন্দি ছিলাম। নন্দীপাড়ার এই রাস্তাটি দিয়ে কেউ চলা ফেরা করতে পারত না। সড়কে হাঁটুসমান পানি ছিল। মানুষের বাসা-বাড়িতেও পানি উঠে গেছে। এলাকায় বালু ভরাট করে কয়েকজন প্লট মালিক আমাদের এলাকাটিকে পানিবন্দি করে রেখেছিলেন।’

জওয়াহের আলী আরও বলেন, ‘এলাকার অনেকেই স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের আমাদের বন্দিদশার কথা জানানো হয়েছে। কিন্তু কেউ কোনও ব্যবস্থা নিতে পারেনি। বাংলা ট্রিবিউনে খবরটি প্রকাশের পর দেখি দায়ী ব্যক্তিদের টনক নড়েছে। তারা এখন পাম্প দিয়ে পানি অপসারণ করছে।’

পানিবন্দি অবস্থায় এভাবেই নন্দীপাড়ায় চলাফেরা করতে হতো স্থানীয় বাসিন্দা রিকশাচালক আব্দুর রব বলেন, ‘এলাকায় পানি জমে থাকার কারণে বাসা ছেড়ে অন্য জায়গায় ভাড়া বাসায় উঠি। কিন্তু আজ (মঙ্গলবার) বিকালে এসে দেখি, দমকল দিয়ে পানি সরিয়ে ফেলা হচ্ছে। এখন এলাকায় কোনও পানি নেই।’

জানতে চাইলে ডিএসসিসির অঞ্চল-২-এর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এ কে এম মামুনুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নতুন যুক্ত হওয়া এলাকাগুলোতে এখনও আমাদের আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়নি। তবে সব মানুষকে সেবা দেওয়া আমাদের দায়িত্ব। বাংলা ট্রিবিউনের মাধ্যমে বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের পানি অপসারণ করতে নির্দেশ দিয়েছি। এখন তারা নিজ উদ্যোগেই পানি অপসারণ শুরু করেছেন। এতে এলাকার মানুষ উপকৃত হলেই আমরা খুশি।’ ভবিষ্যতেও এভাবেই মানুষের জন্য কাজ করতে চান বলে জানান তিনি।

/এসএস/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা