X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতু: সক্ষমতা প্রমাণ করেছে বাংলাদেশ

শফিকুল ইসলাম
০২ অক্টোবর ২০১৭, ১০:০২আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৮:৫৪

  বসানো হলো পদ্মা সেতুর প্রথম স্প্যান, ফাইল ছবি অনিশ্চয়তা, নানা জল্পনা-কল্পনা ও সমালোচনার পর দেশের সর্ববৃহৎ অবকাঠামো পদ্মা সেতুর অবয়ব এখন দৃশ্যমান। পদ্মা সেতু এখন আর রঙিন স্বপ্ন নয়,বাস্তবতা। ৩০ সেপ্টেম্বর সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে নদীবক্ষে দুটি পিলারের ওপর প্রথম স্প্যান বসানোর মাধ্যমে এ সেতু দৃশ্যমান হয়েছে। আর এর মধ্য দিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশ তার সক্ষমতা প্রমাণ করতে পেরেছে।

এ প্রসঙ্গে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদদের অভিমত হচ্ছে, নিজস্ব অর্থায়নে এমন একটি অবকাঠামো নির্মাণের সাহস তো অবশ্যই বাংলাদেশের সক্ষমতাকে প্রমাণ করে। এতে মানুষের আস্থা বেড়েছে, তাদের সাহসী করেছে। সামগ্রিক বিবেচনায় অবশ্যই সক্ষমতা প্রমাণ করেছে বাংলাদেশ। তবে পরবর্তী কাজগুলো সময় মতো ঠিকভাবে করার ওপরও সক্ষমতা প্রমাণের অনেকখানি নির্ভর করে। সেদিকটিও নজরে রাখতে হবে বলে মনে করেন তারা।

পদ্মা সেতু

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.সালেহউদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতু নির্মাণ প্রকল্প প্রমাণ করে বাংলাদেশের সক্ষমতা আছে। এই সক্ষমতা আরও স্পষ্ট হবে এ প্রকল্পটি পুরোপুরি সম্পন্ন হওয়ার পর। কারণ এর গুণগত মান দেখতে হবে। গুণগতমান নিশ্চিত করতে সরকারকে আরও সাবধানতা অবলম্বন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এ প্রকল্পের অনেকগুলো দিক এখনও চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেই সামনে এগুতে হবে। আর ঠিক মতো কাজ শেষ হলে প্রমাণ করবে শতভাগ সক্ষমতা।’

ড.সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘খেয়াল রাখতে হবে, প্রকল্পের ব্যয় ও সময় যেন যথাসম্ভব না বাড়ে। ব্যয় না বাড়িয়ে আমরা চাই নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পটি বাস্তবায়ন করা হোক। একইসঙ্গে প্রকল্পের গুণগত মানের দিকটি বিবেচনায় রাখতে হবে। এছাড়াও প্রকল্পটি শেষ হয়ে গেলে বিদেশি লোকজন তো চলে যাবে। এরপর সেতুটি নিজেদেরই দেখভাল করতে হবে। একাজেও নিজেদের সক্ষম হয়ে উঠতে হবে। এখন থেকেই এসব বিষয়ে গুরুত্ব দিতে হবে।’

পদ্মা সেতু

জানতে চাইলে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. জায়েদ বখত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এতে অবশ্যই সক্ষমতা প্রমাণ করতে পেরেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে নিজেদের আস্থা বেড়েছে। নিজেদের সাহসী করে তুলেছে। বৃহৎ এই অবকাঠামো অর্থনৈতিক ও জাতীয়ভাবে বিশেষ অবদান রাখবে। বিষয়টি অবশ্যই জাতির জন্য গুরুত্বপূর্ণ।’ 

পদ্মা সেতুর কাঠামো দৃশ্যমান হওয়ার মধ্য দিয়ে তা দেশের সক্ষমতার ইঙ্গিত বহন করে বলে মনে করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি)গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তবে এখনও অনেক চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে সক্ষমতার সঙ্গে। অবশ্য বিষয়গুলো মনিটরিংয়ের জন্য সরকার বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টিম করেছে। সেই টিম কাজ করছে। গুণগত মান ক্রসচেক প্রয়োজন। সেতু নির্মাণকাজ অনেকটা শ্লথ হলেও সামগ্রিক বিবেচনায় এ অগ্রগতি ইতিবাচক। তবে পূর্ণ সক্ষমতা নির্ভর করছে প্রকল্পটির পুরোপুরি বাস্তবায়নের ওপর।’

কারণ ব্যাখা করে গোলাম মোয়াজ্জেম বলেন, ‘আমরা তো জানতাম এ সেতুতে রেল ও সড়ক পথ একযোগে কার্যকর হবে। সেটি হচ্ছে না। তবে অতি দ্রুততম সময়ের মধ্যে যেন সেতুটিতে রেলপথ চালু হয় সেদিকে গুরুত্ব দিতে হবে।’

আরও পড়ুন: যেভাবে বাস্তবে রূপ নিচ্ছে স্বপ্নের পদ্মা সেতু

 

/এসআই/এএম/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করলো তুরস্ক
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী