X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

তিন টাকার ডিম এবং এর পরিণতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৭, ১৫:০৪আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১৫:১৪

তিন টাকায় বিক্রির জন্য আনা ডিম (ছবি: সাজ্জাদ হোসেন) ১৩ অক্টোবর। বিশ্ব ডিম দিবস। তাই বিশেষ উদ্যোগ নিয়েছিলেন দেশের ডিম ব্যবসায়ীরা। তিন টাকায় ক্রেতাদের হাতে ডিম তুলে দিতে চেয়েছিলেন তারা। খামারবাড়িতে তিন টাকা দরে ডিম কিনতে মানুষের ভিড়

শুক্রবার (১৩ অক্টোবর) ১০টা থেকে ১টা পর্যন্ত বিক্রি করতে তারা এনেছিলেন এক লাখ ডিম। তবে এই নিয়ে ঘটে যায় লঙ্কাকাণ্ড। সকাল থেকেই ডিম কিনতে মানুষের ভিড়

আগে থেকেই জানা থাকায় নির্ধারিত সময়ের অনেক আগেই রাজধানীর খামাবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আসতে শুরু করেন হাজার হাজার ক্রেতা। ফলে কিছুটা আগেই শুরু হয় বিক্রি। ডিম কিনতে এসে বিপাকে ক্রেতারা (ছবি: সাজ্জাদ হোসেন)

কিন্তু বিক্রি শুরুর সঙ্গে সঙ্গে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। এতে করে বিশৃঙ্খলা তৈরি হয়। ভেঙে পড়া প্যান্ডেল (ছবি: সাজ্জাদ হোসেন)

ভিড় সামলাতে না পেরে আয়োজকরা দ্রুত ডিম বিক্রি বন্ধ করে দিতে বাধ্য হন। ডিমের ক্রেতার ওপর চড়াও পুলিশ (ছবি: সাজ্জাদ হোসেন)

এখানেই শেষ নয়, ডিম কিনতে এসে না পেয়ে দাঁড়িয়ে থাকা লোকজনকে চলে যেতেও বলা হয় মাইকে। ডিম পাহাড়ায় পুলিশ (ছবি: সাজ্জাদ হোসেন)

পরিস্থিতি জটিল হয়ে দাঁড়ানোয় ক্রেতাদের ওপর বলপ্রয়োগে বাধ্য হয় পুলিশ। লাঠিচার্জও করে তারা। কয়েকজনকে আটকও করা হয়েছে। তিন টাকায় ডিম (ছবি: সাজ্জাদ হোসেন)

ডিম কিনতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ক্রেতা। এজন্য অব্যবস্থাপনাকে দায়ী করেছেন তারা। তিন টাকায় ডিম (ছবি: সাজ্জাদ হোসেন)

রাজধানীর জিগাতলা থেকে এসেছেন মাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘পত্রিকায় বিজ্ঞাপন দেখে এসেছিলাম। কিন্তু ডিম কিনতে পারিনি। বরং ভিড়ের মধ্যে পুলিশের পিটুনি খেয়েছি। আয়োজকরা কি মানুষজনকে পেটাতে এই আয়োজন করেছে? প্রশাসন তাদের কিছু না বলে পুলিশ দিয়ে মার খাওয়ালো কেন? ডিম নিতে আসা ক্রেতা (ছবি: সাজ্জাদ হোসেন)

মহাখালী থেকে ডিম কিনতে আসা নাজমা আক্তার বলেন, ‘সকালেই এসেছিলাম। কিন্তু ডিম পাইনি। ভিড়ের মধ্যে মোবাইলটি হারিয়েছি। এমন ব্যর্থ আয়োজনের জন্য আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’ ভিড়ের মধ্যে ডিম হাতে পেয়ে খুশি এক ক্রেতা (ছবি: সাজ্জাদ হোসেন)

তবে এতকিছুর পরও আয়োজকদের দাবি, তাদের উদ্যোগ সফল হয়েছে। আধা ঘণ্টার মধ্যেই প্রায় ৮০ হাজার ডিম বিক্রি হয়ে যায় বলেও দাবি করেন তারা। রাস্তায় ডিম ভেঙে একাকার (ছবি: সাজ্জাদ হোসেন)

বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এর সভাপতি মসিউর রহমান বলেন, ‘আমরা যে রকম প্রস্তুতি নিয়েছিলাম তার চেয়েও অনেক বেশি মানুষের সাড়া পেয়েছি। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ডিম বিক্রি করা যায়নি। এজন্য আমরা দুঃখপ্রকাশ করছি।’    

আরও পড়ুন- 

তিন টাকার ডিম নিয়ে লঙ্কাকাণ্ড (ভিডিও)

‘ডিম তো পেলামই না, উল্টো মার খেলাম’

ডিম দিতে না পেরেও কার্যক্রম সফল দাবি আয়োজকদের

/সিএ/এফএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
দাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণের শর্তে আটকে ফেলেছে: ক্যাব
দাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণের শর্তে আটকে ফেলেছে: ক্যাব
বৃষ্টিতে লবণ তুলতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন দুই শ্রমিক
বৃষ্টিতে লবণ তুলতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন দুই শ্রমিক
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ