X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

খালেদার দুর্নীতির দুই মামলার পরবর্তী শুনানি ২৬ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৭, ১৩:৫০আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৩:৫১

পুরান ঢাকায় অস্থায়ী পাঁচ নম্বর আদালতে খালেদা জিয়া (ছবি: নাসিরুল ইসলাম) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির দুই মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ২৬ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ঢাকার অস্থায়ী পাঁচ নম্বর আদালতের বিচারক মো. আখতারুজ্জামান  তারিখ নির্ধারণ করেন। আদালতে আত্মপক্ষ সমর্থনে যে বক্তব্য দিতে শুরু করেছিলেন তা শুনানির আগামী তারিখে (২৬ অক্টোবর) শেষ করবেন বলে জানিয়ে আদালত ছেড়ে যান খালেদা।

বৃহস্পতিবার দুপুর ১টা ১৬ মিনিটে খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থনে আদালতকে দেওয়া কক্তব্য শেষ করেন।বিচারকের উদ্দেশে তিনি বলেন, ‘আজকের মতো এখানে শেষ করতে চাই। আরেকদিন বলবো।’ পরে বিচারকের অনুমতি নিয়ে আদালত চত্বর ত্যাগ করেন।

আত্মপক্ষ সমর্থনে খালেদা জিয়াকে কথা বলার সুযোগ দেওয়ার আগেই জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। তবে আদালতের অনুমতি ছাড়া তিনি বিদেশ যেতে পারবেন না বলে আদেশ দেন বিচারক।

প্রায় তিন মাস লন্ডনে অবস্থান করার পর বুধবার (১৮ অক্টোবর) দেশে ফেরেন খালেদা জিয়া। ঢাকায় ফেরার পরদিনই খালেদা জিয়া আদালতে উপস্থিত হলেন।  

উল্লেখ্য জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ১২ অক্টোবর খালেদা জিয়ার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। একই সঙ্গে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানির কার্যক্রম শেষ করে যুক্তি-তর্ক উপস্থাপনের তারিখ ঠিক করে দেন।

২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক।  আর এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই দুদক জিয়া অরফানেজ মামলাটি দায়ের করে। অভিযোগপত্রে এই দুই মামলায় খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়।

আরও পড়ুন- খালেদা জিয়ার জামিন মঞ্জুর

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!