X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপ রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৭, ১৯:২৯আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ১৯:৩৫

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে অংশীদারিত্ব সংলাপ অনুষ্ঠিত হবে আগামী রবিবার (৫ অক্টোবর)। বাংলাদেশের পক্ষ থেকে এই সংলাপে রোহিঙ্গা ইস্যুটি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রেরও আগ্রহ রয়েছে।
বাংলাদেশের পক্ষে সংলাপে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং যুক্তরাষ্ট্রের পক্ষে থাকবেন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি (পলিটিক্যাল) থমাস শ্যানন।
সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মিয়ানমার সফরে যাচ্ছেন। রাখাইনে সহিংতা বন্ধে ও সমস্যা সমাধানে তিনি সেখানকার  উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘এর আগে টিলারসন মিয়ানমারের কমান্ডার- ইন- চিফের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং এ বিষয়ে তারা শক্ত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।’
সরকারি এই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা রোহিঙ্গা বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এবং এ সমস্যা সমাধানের জন্য আমরা সবার সঙ্গে আলোচনা করছি।’

তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে গত বুধবার (১ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা অংশীদারিত্ব সংলাপে এটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো ।’

প্রসঙ্গত,অংশীদারিত্ব সংলাপে তিনটি ভাগে নিরাপত্তা, ব্যবসা ও বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতা ও সুশাসন নিয়ে আলোচনা হয়ে থাকে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি এবং অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও আলোচনা হয়।

২০১২ সাল থেকে প্রতিবছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্ব সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। এই সংলাপে দু’পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়াদিসহ সুযোগ ও সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

 আরও পড়ুন: 

‘মমতা বন্দ্যোপাধ্যায়-শেখ হাসিনার মধ্যে দিদি-বোনের সম্পর্ক’

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ