X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

প্রধান বিচারপতি নিয়োগে সময়ের বাধ্যবাধকতা নেই: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৭, ১৮:২৪আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৮:২৬

আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি) বর্তমান অবস্থায় প্রধান বিচারপতি নিয়োগে সময়ের বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, ‘কত দিনের মধ্যে প্রধান বিচারপতি নিয়োগ করা হবে, সে ব্যাপারে সময়ের কোনও বাধ্যবাধকতা নেই। এটি রাষ্ট্রপতির এখতিয়ার। তিনি যখন চাইবেন, তখনই নিয়োগ দিতে পারেন।’

বুধবার (১৫ নভেম্বর) রাজধানীর বারিধারায় ‌প্রত্যয় মেডিক্যাল ক্লিনিক আয়োজিত মাদক প্রতিরোধমূলক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। এর আগে ‘আর মাদক নয়, এই হোক প্রত্যয়’ স্লোগানকে সামনে রেখে প্রত্যয় মেডিক্যাল ক্লিনিক আয়োজিত মাদক প্রতিরোধ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইনমন্ত্রী।

প্রধান বিচারপতি না থাকায় সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছে কিনা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘এটি কোনও সমস্যা নয়। সংবিধানে প্রধান বিচারপতির অনুপস্থিতিতে কী হবে বা কে দায়িত্ব পালন করবেন, সংবিধানে তা বলা আছে। যখন সাবেক প্রধান বিচারপতি (সুরেন্দ্র কুমার সিনহা) ছুটিতে গেলেন, রাষ্ট্রপতি তখন বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞাকে প্রধান বিচারপতি করেন। রাষ্ট্রপতি এখন সময়মতো প্রধান বিচারপতি নিয়োগ দেবেন। তবে কত দিনের মধ্যে নিয়োগ দিতে হবে, এর কোনও বাধ্যবাধকতা নেই। রাষ্ট্রপতি যখন মনে করবেন, তখন দেবেন।’

প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি রাষ্ট্রপতির এখতিয়ার উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আইন মন্ত্রণালয়ের কিছু বলার নেই।’

আপিল বিভাগে বিচারপতির স্বল্পতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এটি রাষ্ট্রপতির দায়িত্ব। তবে আমি মনে করি, প্রধান বিচারপতি নিয়োগের পরপরই আপিল বিভাগে বিচারপতির যে স্বল্পতা রয়েছে তা পূরণ করা হবে।’

প্রত্যয় মেডিক্যাল ক্লিনিক আয়োজিত মাদক প্রতিরোধ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ‘শুধু আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। ‌কর্ম ব্যস্ততার কারণে আমরা অনেক সময় ছেলে-মেয়েদের প্রতি ঠিকমত নজর দিতে পারি না।  এ কারণে অনেক ছেলে-মেয়ে মাদকাসক্ত হয়। তারা প্রথমে খেলার ছলে মাদক সেবন শুরু করলেও পরে নেশাগ্রস্ত হয়। তাই আমাদের ছেলে মেয়েদের পেছনে উপযুক্ত সময় দিতে হবে। পরিবারের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। যাতে ছেলে-মেয়ে কোনোভাবেই মাদকের দিকে ধাবিত না হতে পারে।’

প্রত্যয় মেডিক্যাল ক্লিনিকের চেয়ারম্যান নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও  বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

/এসএমএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট উদ্বোধন
খুলনায় ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার পয়েন্ট উদ্বোধন
কাপ্তাইয়ে পানি বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন
কাপ্তাইয়ে পানি বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় হামাস যোদ্ধাসহ ৫ ফিলিস্তিনি নিহত
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় হামাস যোদ্ধাসহ ৫ ফিলিস্তিনি নিহত
তারেক রহমানের এপিএসসহ ৭ জনের অভিযোগ গঠন শুনানি অব্যাহত
তারেক রহমানের এপিএসসহ ৭ জনের অভিযোগ গঠন শুনানি অব্যাহত
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি