X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ভারত প্রথম কনস্যুলার সংলাপ রবিবার

শেখ শাহরিয়ার জামান
১৬ নভেম্বর ২০১৭, ২২:০৫আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ২২:০৮

 

বাংলাদেশ-ভারত বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হচ্ছে রবিবার (১৮ নভেম্বর)। সংলাপে  ভারতে সাজাপ্রাপ্ত দু’জন নিরীহ বাংলাদেশিকে ফেরত আনার বিষয়টি এই জোরালোভাবে তুলবে সরকার। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলার) কামরুল আহসান, ভারতের পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (কনস্যুলার, ভিসা, পাসপোর্ট) ডি এম মুলায়।

এ বিষয়ে সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘বাদল ফারাজি ও আলমগীর নামের দু’জন বাংলাদেশি কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশের পর ভিন্ন দু’টি মামলায় ফেঁসে যায়। এরমধ্যে বাদল ফারাজির যাবজ্জীবন ও আলমগীরের মৃত্যুদণ্ডের আদেশ দেন দেশটির আদালত।’ তিনি আরও বলেন,  ‘আমরা তাদের নিরাপরাধের বিষয়টি নিশ্চিত। বিশেষ করে আলমগীরের বিষয়ে। কারণ যে খুনের কারণে তাকে মৃত্যুদণ্ডাদশে দেওয়া হয়েছে, সেই খুনের ঘটনার সময় তিনি বাংলাদেশে ছিলেন।’  

এই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা কনস্যুলার সংলাপে বিষয়টি তুলব। এই দু’জনকে নিরপরাধ প্রমাণে ভারত আমাদের কিভাবে সহায়তা করতে পারে, সেটি আলোচনা করব।’

নাগরিক প্রত্যাবাসন

বাংলাদেশ-ভারতের কনস্যুলার সংলাপে দুই দেশে অবস্থিত অন্য দেশের নাগরিকদের প্রত্যাবাসন গুরুত্বসহ আলোচনা হবে। এই প্রসঙ্গে সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘বর্তমানে প্রায় তিন থেকে চার জন বাংলাদেশি ভারতে আটক আছে। প্রায় ২০০ ভারতীয় বাংলাদেশে আটক আছে। এর মধ্যে অনেকে আছে, যারা পাচার হয়ে গেছে, অনেকে আছে, জেলে যারা মাছ ধরতে গিয়ে ভুলে ভারতীয় সীমানায় ঢুকে পড়েছিল। কেউ আছে সেখানে ভিসার মেয়াদের বেশি সময় অবস্থান করেছে। এই ধরনের নাগরিকদের কিভাবে ফেরত আনা যায়, তা নিয়েও সংলাপে আলোচনা হবে।’

দাগি আসামি হস্তান্তর

বাংলাদেশের কয়েকজন দাগি আসামি ভারতের জেলে আটক আছে। তাদের ফিরিয়ে আনার জন্য এই সংলাপে আলোচনার কথা আছে।

এ বিষয়ে জানতে চাইলে সরকারের আরেকজন কর্মকর্তা বলেন, ‘সাজ্জাদ হোসেন, সুব্রত বাইন ও শাহাদাত নামের তিন জন সন্ত্রাসী ভারতের জেলে অবস্থান করছে। তাদের প্রত্যাবাসন চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনতে আমরা চেষ্টা করছি।’ এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ‘প্রত্যাবাসন চুক্তির মাধ্যমে নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামি নুর হোসেনকে বাংলাদেশ ফেরত পেয়েছিল।’

ফেরত পাঠানোর ঝামেলা

কোনও বাংলাদেশি ভারতে জেল খাটার পরে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে সমস্যায় পড়ে ভারত। এর কারণ হচ্ছে, ওই বাংলাদেশি জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকে সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একটি অর্থ খরচ হয়। এ জন্য লোকবল প্রয়োজন। এই প্রসঙ্গে সরকারের এই কর্মকর্তা বলেন, ‘এটি একটি মাঠপর্যায়ের সমস্যা। কারণ এ বিষয়টিও বৈঠকে আলোচনা হবে।’

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাগদাদে ইরাকি টিকটক তারকাকে গুলি করে হত্যা
বাগদাদে ইরাকি টিকটক তারকাকে গুলি করে হত্যা
লিভারপুলের শিরোপার আশায় এবার ধাক্কা দিলো ওয়েস্ট হ্যাম
লিভারপুলের শিরোপার আশায় এবার ধাক্কা দিলো ওয়েস্ট হ্যাম
গরমে বিপণন বিভাগের মাঠ পর্যায়ের কর্মীর মৃত্যু
গরমে বিপণন বিভাগের মাঠ পর্যায়ের কর্মীর মৃত্যু
মরিশাসের তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর বৈঠক
মরিশাসের তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর বৈঠক
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা