X
রবিবার, ২৬ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

দেশে একবছরে এইচআইভি আক্রান্ত ৮৬৫ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৭, ২০:১৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ২০:৪৪

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী (ছবি- ফোকাস বাংলা) ২০১৬ সালের ১ নভেম্বর থেকে এ বছরের ৩১ অক্টোবর পর্যন্ত এক বছরে দেশে নতুন করে এইচআইভিতে আক্রান্ত হয়েছে ৮৬৫ জন। সোমবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে বিশ্ব এই্ডস দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মোট জনগোষ্ঠীর ৭৭ হাজার ৭২৫ জনের এইচআইভি পরীক্ষা করে তাদের মধ্য থেকে ৮৬৫ জনের শরীরে এইচআইভি শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৬৩৯ জন পুরুষ, ২১৩ জন নারী, ১৩ জন হিজড়া ও ৬৩ জন রোহিঙ্গা।’
তিনি জানান, দেশে সম্ভাব্য এইচআইভি আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭০০ জন। ১৯৮৯  থেকে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে এইডসে আক্রান্ত রোগীর সংখ্যা মোট পাঁচ হাজার ৫৮৬ জন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দুই হাজার ৪৮৩ জন আক্রান্ত ব্যক্তি ছয়টি সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে সেবা গ্রহণ করেছেন।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। এদিন দেশের প্রত্যেক জেলা, উপজেলা ও বিভাগীয় শহরে স্বাস্থ্য অধিদফতরের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলে এইডস দিবসের তাৎপর্য তুলে ধরে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। তবে অনিবার্য কারণে রাজধানীতে কেন্দ্রীয়ভাবে কোনও কর্মসূচি আয়োজন করা হয়নি। তাই আগামী ৬ ডিসেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এইডস দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে এইডস সংক্রান্ত নতুন তথ্য উপস্থাপন করা হবে।’  

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ১৬ থেকে ১৮ নভেম্বর রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে মিয়ানমারের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে। তখন বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে তার সঙ্গে কথা হয়েছে। মিয়ানমারের স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে একমত বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন: 

শেখ হাসিনাকে ‘বোন’ ডাকলেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী

/এসআই/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়াকেও হারাতে চায় বাংলাদেশ
মালয়েশিয়াকেও হারাতে চায় বাংলাদেশ
প্রত্যয় স্কিম প্রত্যাখ্যান রাবি শিক্ষকদের, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
প্রত্যয় স্কিম প্রত্যাখ্যান রাবি শিক্ষকদের, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
রিমাল ভিন্নপথ ধরায় এলএনজি সরবরাহ শুরু
রিমাল ভিন্নপথ ধরায় এলএনজি সরবরাহ শুরু
৮১ শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করবে চসিক
৮১ শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করবে চসিক
সর্বাধিক পঠিত
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
এমপি আনার হত্যা: কে এই সিলিস্তা রহমান?
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
বেনজীরের বাঁচার উপায় কী
বেনজীরের বাঁচার উপায় কী
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান
সান ফার্মার নতুন কারখানা উদ্বোধন করলেন সালমান এফ রহমান