X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

টিঅ্যান্ডটি বিপর্যয়: পুলিশের সমস্যা নেই, সংকটে ফায়ার সার্ভিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৭, ১৪:২৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৩

বিটিসিএল রাজধানীর মালিবাগে ফাইবার অপটিক ক্যাবলের কোর পয়েন্ট কাটা পড়ায় বেশ কিছু এলাকায় টিঅ্যান্ডটি লাইনে বিপর্যয় দেখা দিয়েছে। ওইসব এলাকার গ্রাহকরা মোবাইল থেকে ল্যান্ড ফোন, ল্যান্ড ফোন থেকে  মোবাইলে এবং ল্যান্ড ফোন থেকে ল্যান্ড ফোনে যোগাযোগ করতে পারছেন না। ফলে শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল থেকে পুলিশ, ফায়ার সার্ভিস, হাসপাতাল, অ্যাম্বুলেন্স সরবরাহকারী প্রতিষ্ঠানসহ জরুরি সেবা দানকারী অনেক প্রতিষ্ঠানের নম্বরই বন্ধ রয়েছে। 

পুলিশ জানিয়েছে, বিকল্প ব্যবস্থা থাকায় তাদের কোনও সমস্যা হচ্ছে না। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান বলেন, ‘টিঅ্যান্ডটির পাশাপাশি আমাদের রেডিও ফ্রিকোয়েন্সি ও মোবাইল যোগাযোগ রয়েছে। এসব নম্বর নাগরিকদের কাছে প্রচার করা আছে। তারা কোনও প্রয়োজনে সেই নম্বরেও যোগাযোগ করতে পারবেন।’

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ বলেন, ‘মানুষের কাছে আমাদের টিঅ্যান্ডটি নম্বর দেওয়া আছে। জরুরি কোনও প্রয়োজনে ওই নম্বরেই ফোন দেয় সবাই। কিন্তু বর্তমানে কোনও লাইন চালু নেই।’

ক্যাবল কাটা পড়ায় হাসপাতালের টিঅ্যান্ডটি নম্বরগুলো বন্ধ রয়েছে। তবে, ঢাকার বেশিরভাগ হাসপাতালের অ্যাম্বুলেন্স সার্ভিসের মোবাইল নম্বর থাকায় অসুবিধা হবে না বলেই মনে করছেন দায়িত্বরতরা।
আদ্ দ্বীন অ্যাম্বুলেন্স সার্ভিসের টিঅ্যান্ডটি নম্বরে যোগাযোগ করে তা বন্ধ পাওয়া যায়। মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে রিসিপশনিস্ট আল আমীন লাবলু বলেন, ‘টিঅ্যান্ডটি নম্বরে আজকে অসুবিধা হচ্ছে। তবে, অ্যাম্বুলেন্স পাওয়ার ক্ষেত্রে তেমন কোনও অসুবিধা হওয়ার কথা না। কারণ আমাদের মোবাইল নম্বর রয়েছে।’
জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালের অ্যাম্বুলেন্স সার্ভিসের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে ড্রাইভার হাসানুজ্জামান হীরু বলেন, ‘আমাদের জরুরি বিভাগ খোলা আছে। কেউ অ্যাম্বুলেন্স চাইলে পেয়ে যাবেন।’
হলি ফ্যামিলি হাসপাতালের রিসেপশনে যোগাযোগ করা হলে কাজী আমিনুল ইসলাম বলেন, ‘আজকে আমাদের টিঅ্যান্ডটি নম্বর টোটালি বন্ধ আছে। শুধু আমাদেরটা না মগবাজার এলাকার সব টিঅ্যান্ডটি নম্বরে এই অবস্থা। এখন টিঅ্যান্ডটি নম্বরে ফোন করে তেমন কেউ অ্যাম্বুলেন্স চায় না।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স সার্ভিসের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অসুস্থ আছেন বলে জানা যায়।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিসিএল সূত্রে জানা গেছে, লাইন ঠিক হতে বেলা ২টা থেকে আড়াইটা বাজবে। এরই মধ্যে দুইটি মোবাইল নম্বর হটলাইন হিসেবে চালু করা হয়েছে বলেও জানানো হয়। জরুরি প্রয়োজনে মহানগরের নাগরিকদের ০১৭১৩০৩৮১৮২ ও ০১৭৩০৩৩৬৬৯৯ নম্বরে ফোন দিতে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন:

ফাইবার অপটিক কাটা পড়ায় ঢাকার সঙ্গে টিঅ্যান্ডটি যোগাযোগ বন্ধ

 

 

 

/এআরআর/এএইচ/টিওয়াই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
নিউইয়র্কে সাকিবের ব্যবহারে মুগ্ধ বাংলাদেশের সাবেক গোলকিপার 
নিউইয়র্কে সাকিবের ব্যবহারে মুগ্ধ বাংলাদেশের সাবেক গোলকিপার 
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!