X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

যে কারণে মন্ত্রিসভা সম্প্রসারণ

পাভেল হায়দার চৌধুরী
০২ জানুয়ারি ২০১৮, ২০:৩৩আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ০৮:৫১

 





তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পড়াচ্ছেন রাষ্ট্রপতি (ছবি- ফোকাস বাংলা) প্রশাসনিক কাজে আরও গতি আনতে ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো দ্রুত সম্পন্ন করতে অনেকটা হঠাৎ মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের আগে মন্ত্রণালয়ভিত্তিক জমে থাকা কাজ শেষ করাই এর অন্যতম উদ্দেশ্য। তার ঘনিষ্ঠ সূত্রগুলো বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছে।





ওই সূত্রগুলো জানায়, মন্ত্রিসভার কয়েকটি দফতরে কাজের ধীরগতি লক্ষ্য করেছেন প্রধানমন্ত্রী। এগুলো দ্রুত সম্পন্ন করতে মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়োগ দিতে হবে ভেবেই মন্ত্রিসভা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে, মন্ত্রিসভা সম্প্রসারণের পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে। যেসব জেলায় আওয়ামী লীগের ভোট কম কিংবা উন্নয়ন কাজে পিছিয়ে আছে, মন্ত্রী নিয়োগের মাধ্যমে সেই আসন নিশ্চিত করতে চান প্রধানমন্ত্রী। পাশাপাশি ওইসব এলাকায় উন্নয়নের ছোঁয়া দেখার ইচ্ছা তার। এই ভাবনা থেকে নির্বাচনের আগে মন্ত্রিসভায় পরিবর্তন এনেছেন তিনি।

এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মন্ত্রিসভায় সম্প্রসারণ ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। মন্ত্রিসভায় প্রাণের সঞ্চার করতে পরিবর্তন লাগে। এটি তারই অংশ।’

একই সুরে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বললেন, ‘মন্ত্রিসভার সম্প্রসারণ ধারাবাহিক ঘটনা।’

সূত্র জানায়, অন্তত ছয়টি মন্ত্রণালয়ে কাজের ধীরগতি দেখেছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে তিনি কয়েক দফা কথাও বলেছেন। সম্প্রসারণের মাধ্যমে কয়েকজন নতুন মন্ত্রী নিয়োগ দেওয়া না হলে কাজগুলো দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে না মনে করেছেন শেখ হাসিনা। এছাড়া কিছু নতুন মুখ নিয়ে এলে তাদের মধ্যে কাজের নতুন উদ্যম থাকে বলেও মনে হয়েছে তার। তার আশা, এর ফলে দ্রুততার সঙ্গে শেষ হয়ে যাবে জমে থাকা কাজগুলো।
এদিকে মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে মন্তব্য করতে রাজি হচ্ছেন না ক্ষমতাসীন আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা। তাদের মধ্যে মন্ত্রী হতে না পারার দুঃখ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারা মনে করছেন, কেন্দ্রীয় নেতাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে দুটি লাভ হতো। একদিকে রাজনৈতিকভাবে লাভবান হতো দল, অন্যদিকে গতি বাড়তো সরকারের কাজেও।

নির্ভরযোগ্য একটি সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, মন্ত্রিসভায় আরেক দফা পরিবর্তন আসতে পারে। সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে এ মাসেই।

জানা গেছে, গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ঘোষিত ইশতেহারের অনেকখানি এখনও অসম্পন্ন রয়ে গেছে। এ কারণে ভোটের মাঠে সরকার প্রশ্নবিদ্ধ হতে পারে। নতুন এই নিয়োগের মাধ্যমে ইশতেহারে ঘোষিত কাজগুলো শেষ করাই হবে অন্যতম কাজ।

 

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী