X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

'জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার নথি গোঁজামিল দিয়ে তৈরি'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৮, ১৫:৪৩আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১৫:৪৭

আদালতে খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার নথি গোঁজামিল দিয়ে তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহম্মদ আলী। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) খালেদা জিয়ার পক্ষে আদালতে শুনানিতে অংশ নিয়ে তিনি বলেন, ‘এই ফান্ডের (জিয়া অরফানেজ ট্রাস্ট) টাকা কোথায় ডিসট্রিবিউট করা হয়েছে তা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারছে না।’

এদিকে জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ১০ ও ১১ জানুয়ারি। পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এই তারিখ ধার্য করেন।

বৃহস্পতিবার সপ্তম দিনের মতো খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন এ জে মোহাম্মদ আলী। আদালতে তিনি বলেন, ‘এই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে যে ধারায় অভিযোগ গঠন করা হলো, তা ঠিক নয়। এই মামলায় তার বিরুদ্ধে ৪০৯, ৫(২)  ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। খালেদা জিয়ার এই মামলা চলতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আদালতে রাষ্ট্রপক্ষ কোনও সাক্ষী দেখাতে পারনি যে খালেদা জিয়া কোনও কাগজে স্বাক্ষর করেছেন কিনা।’ যুক্তিতর্ক চলার সময় আদালতে খালেদা জিয়া উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এতিমদের জন্য বিদেশি থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে জিয়া অরফানেজ মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এই মামলাটি দায়ের করা হয়। ২০০৯ সালের ৫ আগস্ট দুদক আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
অভিযোগপত্রে খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়।

আরও পড়ুন- আদালতে খালেদা জিয়া, যুক্তিতর্ক উপস্থাপন চলছে



/টিএইচ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী