X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

না.গঞ্জে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৮, ১৩:৫০আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৪:১৯

নারায়ণগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় সাংবাদিকদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। বুধবার (১৭ জানুয়ারি) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এই আল্টিমেটাম দেওয়া হয়। নারায়ণগঞ্জের স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক নেতারাও মানববন্ধনে উপস্থিত ছিলেন।
সাংবাদিক নেতা ওমর ফারুক বলেন, ‘সাংবাদিকরা ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করেন। কিন্তু সবসময় তাদের টার্গেট করে হামলা করা হয়। অস্ত্রধারীরা মঙ্গলবার (১৬ জানুয়ারি) সাংবাদিকদের ওপর হামলা করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করতে হবে। দোষীদের বিচারের আওতায় আনতে হবে। তা না হলে প্রশাসনের সব সংবাদ বয়কট করা হবে।’
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘যারা সাংবাদিকদের ওপর হামলা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। তা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
এসময় মানববন্ধন থেকে নারায়ণগঞ্জ পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহারের দাবি জানান সাংবাদিক নেতারা।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে সংসদ সদস্য শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষের ঘটনায় নগরীর চাষাঢ়া এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় মেয়র আইভী, সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হয়েছেন।
হামলায় আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন— নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, বাংলা ট্রিবিউনের নারায়ণগঞ্জ প্রতিনিধি ও যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট আমির হুসাইন স্মিথ, ইনডিপেনডেন্টের জেলা প্রতিনিধি মজিবুল হক পলাশ, আরটিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. শফিকুল ইসলামসহ ১০ থেকে ১২ জন সাংবাদিক।
আরও পড়ুন-
না.গঞ্জে পিস্তল হাতে কে এই নিয়াজুল?
ডিসি-এসপির প্রত্যাহার চাইলেন মেয়র আইভী
নারায়ণগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা
হকার ইস্যুতে শামীম ওসমান ও আইভীর সমর্থকদের সংঘর্ষ, গুলি ও টিয়ারশেল

/এআরআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
ছাঁটাই ও পলিশ বন্ধ হলে কম দামে চাল কিনতে পারবে মানুষ: খাদ্যমন্ত্রী
ছাঁটাই ও পলিশ বন্ধ হলে কম দামে চাল কিনতে পারবে মানুষ: খাদ্যমন্ত্রী
উচ্চশিক্ষা খাতকে ডিজিটালাইজেশনে আনার পরামর্শ ইউজিসির
উচ্চশিক্ষা খাতকে ডিজিটালাইজেশনে আনার পরামর্শ ইউজিসির
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
সর্বাধিক পঠিত
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে