X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মানহীন মেডিক্যাল কলেজকে অনুমতি: সংসদে আদালতের সমালোচনা স্বাস্থ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৮, ১৯:৩০আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৯:৩৫

জাতীয় সংসদের অধিবেশন (ফাইল ছবি) ‘মানহীন’ মেডিক্যাল কলেজকে পাঠদানের অনুমোদন দেওয়ায় জাতীয় সংসদে উচ্চ আদালতের সমালোচনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। একইসঙ্গে এসব প্রতিষ্ঠানের অনুমোদনের ‘ব্যবস্থা’ করে দেওয়ায় আইনজীবীদেরও কঠোর সমালোচন করেন তিনি।

মোহম্মদ নাসিম বলেন, ‘শিক্ষার মান রক্ষা না করায় আমরা যেসব মেডিক্যাল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দিয়েছিলাম, আদালত তাদের ভর্তির অনুমতি দিয়েছে। এসব মেডিক্যাল কলেজ টাকার বিনিময়ে বড় বড় আইনজীবী ধরেছে। ওই আইনজীবীরা আদালতে মিথ্যা কথা বলে কলেজগুলোর অনুমোদনের ব্যবস্থা করেছেন।’

রবিবার (২১ জানুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। মানহীন কোনও মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়া হবে না বলেও এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পঞ্চানন বিশ্বাস মন্ত্রীর কাছে জানতে চান, কিছু বেসরকারি মেডিক্যাল কলেজ সরকারের নির্দেশনা না মেনে নিজেদের মতো শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা করছে। তারা কি মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এটা করছে, নাকি অন্য কোনোভাবে এই ভর্তির ব্যবস্থা করছে? তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন মেডিক্যাল শিক্ষার ব্যাপারে কোনও কম্প্রমাইজ করা যাবে না, কোন শিথিলতা দেখানো যাবে না।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা অনেক বেসরকারি মেডিক্যাল কলেজকে অনুমোদন দিয়েছি। তারা শিক্ষার মান রাখবে–এটা আমরা চাই। বেসরকারি মেডিক্যাল শিক্ষার ব্যাপারে একটি নীতিমালা রয়েছে। সেই নীতিমালা অনুসরণ করে মেডিক্যাল কলেজকে অনুমোদন দেওয়া হয়। তাদের শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়া হয়, শিক্ষার অনুমোদন দেওয়া হয়। যে কারণে কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে কয়েক বছর ধরে  অত্যন্ত সফলতার সঙ্গে কোনও প্রশ্ন উদ্রেক না করে এভাবে ভর্তি পরীক্ষা হয়েছে। এটা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি।’

কিছু মেডিক্যাল কলেজের ভর্তির অনুমতি বাতিলের সিদ্ধান্তের প্রসঙ্গ তুলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কয়েকটি মেডিক্যাল কলেজের কোনও অ্যাকাডেমিক ভবন নেই। লাইব্রেরি নেই, শিক্ষক নেই। হাসপাতালে রোগী থাকে না। এ ধরনের কয়েকটি মেডিক্যাল কলেজকে আমরা গত দুই বছর ভর্তি অনুমোদন দেইনি। তাদের কলেজ চলছে কিন্তু নতুন শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। ভর্তি না করার জন্য তাদের সতর্ক করে আমরা নোটিশ দিয়েছি। এরমধ্যে মান ‍উন্নয়ন করায় আমরা তিনটিকে নতুন করে ভর্তির অনুমোদন দিয়েছি। কিন্তু দুঃখজনক কয়েকটি মেডিক্যাল কলেজ চলে গেছে আদালতে। আদালতকে আমরা সম্মান করি। তারা (আদালত) বলে শিক্ষার মান রাখতে হবে। তারা নোটিশ দেয়। কয়েকটি মেডিক্যাল কলেজকে জরিমানাও করেছে। আবার কয়েকদিন আগে তারাই (আদালত) পরপর চারটি মেডিক্যাল কলেজকে ভর্তির অনুমতি দিয়েছে। এই কলেজগুলোর অবস্থার পরিবর্তন হয়নি। আমাকে নোটিশ পর্যন্ত দেওয়া হয়নি। আমাদের নোটিশের বাইরে এই অনুমোদন দেওয়া হয়েছে। মান তারা রক্ষা করেনি। তাদের ভর্তির অনুমতি দিয়েছে। যাদের শিক্ষার মান রক্ষার দায়িত্ব তারাই আবার কতগুলো আইনজীবীর কথায় এই অনুমোদন দিচ্ছে।’

এ সময় আইনজীবীদের সমালোচনা করে মন্ত্রী বলেন, মেডিক্যাল কলেজের ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর এই ভর্তির অনুমোদন দেওয়া হয়েছে। এসব কলেজ বড় বড় আইনজীবী ধরেছে। তাদের মধ্যে কয়েকজন এখানেও (সংসদ) রয়েছেন। কী স্বার্থ আমরা জানি না। কোর্টে গিয়ে মিথ্যা বক্তব্য দিয়ে, মিথ্যা কথা বলে এই সমস্ত মানহীন কলেজকে ভর্তির অনুমোদন দিয়েছে। এই যদি অবস্থা হয়, তাহলে আমরা কোথায় যাবো? আমরা যেখানে শিক্ষার মান রক্ষা করতে যাচ্ছি, সেখানে কোর্টে গিয়ে আমাদের বন্ধ করে দেওয়া মানহীন এসব মেডিক্যাল কলেজকে অনুমোদন দিয়েছে। এটা নিয়ে বিশ্ববিদ্যালয় ও বিএমডিসি প্রশ্ন তুলেছে। বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয়ের অনুমোদনবিহীন এই প্রতিষ্ঠানগুলো অর্থের বিনিময়ে অনুমোদন নিয়েছে। তারা শিক্ষার্থী ভর্তি করে অনুমোদন দেওয়ার জন্য চাপ দিচ্ছে। তবে আমরা তাদের অনুমোদন দেবো না। মানহীন কলেজকে অনুমোদন দেওয়ার প্রশ্ন ওঠেনা। মেডিক্যাল শিক্ষার ব্যাপারে সরকার কোনও কম্প্রমাইজ করবে না।’

 

/ইএইচএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
দুর্নীতির দায়ে ক্যারিবিয়ান ব্যাটারকে ৫ বছরের নিষেধাজ্ঞা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক