X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের তুলনায় ভালো: আমু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২৮

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু (ফাইল ছবি) দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যেকোনও সময়ের তুলনায় ভালো আছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আমির হোসেন আমু। তিনি বলেন, ‘গত নভেম্বরের তুলনায় ডিসেম্বরে সব ধরনের অপরাধ কমেছে। ২০১৬ সালের জুলাই থেকে আজ  পর্যন্ত মোট ৩২টি বড় ধরনের জঙ্গিবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। এতে ৭৮ জন নিহত ও ৬৪ জন গ্রেফতার হয়েছে। এছাড়াও ভিকটিম উদ্ধার হয়েছে ১০৩ জন। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হয়েছেন ৮ জন। এদের মধ্যে পুলিশ ৬ জন, র‌্যাব একজন এবং ফায়ার সার্ভিসের সদস্য একজন।’

সোমবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, নৌমন্ত্রী শাহজাহান খান, আইনমন্ত্রী আনিসুল হক উপস্থিত ছিলেন।

আমির হোসেন আমু বলেন, ‘বর্তমানে দেশে জঙ্গিবাদ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। গুরুত্বসহকারে আইনশৃঙ্খলা বাহিনী মাদকের সঙ্গে জড়িত যেকোনও অপরাধীদের শনাক্ত করার কাজে নিয়োজিত আছে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং মসজিদের খুতবায় বিশেষ বয়ানের জন্য অনুরোধ জানানো হয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমু বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা পাওয়া পলাতক তিন আসামিকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী বা স্বরাষ্ট্রমন্ত্রণালয় নিজে উদ্যোগী হয়ে কোনও পদক্ষেপ নেবে না। কারণ বিষয়টি আদালতের। পলাতক এসব আসামিকে ফিরিয়ে আনা বা তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে আদালত যদি কোনও নির্দেশ দেয় তাহলে তা বাস্তবায়ন করবে আইনশৃঙ্খলা বাহিনী।’

অপর এক প্রশ্নের জবাবে আমু বলেন, ‘এই মামলায় সাজা পাওয়া আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমান বা অন্য যেকোনও আসামির মুক্তির দাবিতে রাজনৈতিক কর্মসূচির নামে যদি পেট্রোল বোমা মেরে মানুষ মারা হয়, আতঙ্ক সৃষ্টি করা হয়, জানমালের নিরাপত্তাহীনতা সৃষ্টি হয় তাহলে সরকার তা কঠোর হাতে দমন করবে।’

আরও পড়ুন:
পরীক্ষার্থীদের গালে ইউএনও’র চড়, আতঙ্কে ৫ ছাত্রী অজ্ঞান

/এসআই/এসএনএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম