X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা প্রত্যাবাসন: মিয়ানমারকে সংবেদনশীল হওয়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫৮

মিয়ানমার থেকে বাংলাদেশে আসছে রোহিঙ্গারা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আটকে থাকা ছয় হাজার রোহিঙ্গাকে তাদের নিজ নিজ আবাসস্থলে ফেরত পাঠানোর ক্ষেত্রে মিয়ানমারকে  আরও  সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ১৫ জানুয়ারি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হয় এবং পরে স্বাক্ষরিত অ্যারেঞ্জমেন্ট চুক্তিতে রোহিঙ্গাদের নিজ আবাসস্থলে ফিরে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। কিন্তু যে পদ্ধতিতে তারা (মিয়ানমার কর্তৃপক্ষ) রোহিঙ্গাদের ফেরত যেতে বলছে, সেটি সীমান্তে আটকে থাকা রোহিঙ্গাদের আশ্বস্ত করতে পারছে না। এ জন্য  মিয়ানমার সরকারকে আরও  সংবেদনশীল উপায়ে বিষয়টি দেখার জন্য বলেছে বাংলাদেশ।

উল্লেখ্য, সম্প্রতি মিয়ানমারের একজন  মন্ত্রী মেজর জেনারেল অং সো তমব্রুতে অবস্থানকারী ছয় হাজার রোহিঙ্গার উদ্দেশে বলেছেন, ‘তাদের (রোহিঙ্গাদের) উচিত মিয়ানমারে ফিরে আসার বিষয়ে সরকারের নির্দেশনা মেনে নেওয়া।’ তিনি সতর্ক করে বলেন, ‘তারা এখন যেখানে অবস্থান করছে, তা মিয়ানমারের সীমানার মধ্যে। মিয়ানমার সরকারের নির্দেশনা প্রত্যাখ্যান করলে, তা রোহিঙ্গাদের জন্য ভালো ফল বয়ে আনবে না।’

প্রসঙ্গত, গত বছরের ২৫ আগস্ট থেকে এপর্যন্ত প্রায় সাত লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।  কিছুদিন ধরে সীমান্তের জিরো পয়েন্টে এই ছয় হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

সীমান্তে আটকে পড়া এই রোহিঙ্গারা কেন বাংলাদেশে প্রবেশ করছে না, জানতে চাইলে সরকারের আরেকজন কর্মকর্তা বলেন, ‘এই রোহিঙ্গারা অন্যদের তুলনায় অবস্থাপন্ন। তারা শেষ মুহূর্তে ঘরবাড়ি ছেড়ে  এসেছে এবং  অপেক্ষায় আছে পরিস্থিতি ভালো হলে আবারও ফেরত যাবে।’

 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হেড-অভিষেক ঝড়ে লণ্ডভণ্ড লখনউ, বিদায় মুম্বাইয়ের
হেড-অভিষেক ঝড়ে লণ্ডভণ্ড লখনউ, বিদায় মুম্বাইয়ের
জিম্মি মুক্তি ও রাফাহতে অভিযান নিয়ে বিভক্ত ইসরায়েলিরা
ঝুঁকি নিচ্ছেন নেতানিয়াহুজিম্মি মুক্তি ও রাফাহতে অভিযান নিয়ে বিভক্ত ইসরায়েলিরা
উপজেলা নির্বাচনে সাবেক ইউপি চেয়ারম্যানের কাছে হারলেন আ.লীগ নেতা
উপজেলা নির্বাচনে সাবেক ইউপি চেয়ারম্যানের কাছে হারলেন আ.লীগ নেতা
‘ব্যবসায় মানোন্নয়ন ও অগ্রগতির অন্যতম হাতিয়ার মানবাধিকার’
‘ব্যবসায় মানোন্নয়ন ও অগ্রগতির অন্যতম হাতিয়ার মানবাধিকার’
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র