X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সংসদে বিরোধী দলের প্রতি অবিচারের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৪

সংসদে কাজী ফিরোজ রশীদ জাতীয় সংসদে বিরোধী দলের প্রতি অবিচার করা হয় বলে অভিযোগ তুলেছেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।
বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্পিকারকে উদ্দেশ করে ফিরোজ রশীদ বলেন, ‘আমরা সরকারি ও বিরোধী দল মিলে এই সংসদকে কার্যকর, সচল ও প্রাণবন্ত রাখতে চাই। কিন্তু আপনার চেয়ার থেকে বিরোধী দলকে  বঞ্চিত করা হয়, ন্যায্য পাওনা থেকে বিরত রাখা হয়। আমরা প্রশ্ন করলে তা নেওয়া হয় না।  আমাদের বক্তব্যে হস্তক্ষেপ করা হয়।’
তিনি বলেন, ‘সরকারি দলের সদস্যদের বক্তব্য একমিনিট-দুই মিনিট করে ১০ মিনিট পর্যন্তও বাড়ানো হয়।  কিন্তু বিরোধী দলের সদস্যদের ক্ষেত্রে একমিনিটের বেশি বাড়ানো হয় না।’
একটি উদাহরণ টেনে কাজী ফিরোজ বলেন, ‘তাদের দলের একজন নারী সদস্য প্রশ্ন করতে দাঁড়ালে, তাকে প্রশ্ন করতে না দিয়ে বসিয়ে দেওয়া হয়। কিন্তু তার পরপরই সরকারি দলের একজন সদস্যকে সুযোগ দেওয়া হয়। ওই সদস্য ২২ লাইনের কবিতা আবৃত্তি করে ছোট্ট আধা লাইনের একটি প্রশ্ন করেন।’
বিরোধী দলের প্রতি কিছুটা অবিচার করা হয়, এমন অভিযোগ করে স্পিকারের উদ্দেশে কাজী ফিরোজ বলেন, ‘আপনারা আমাদের কাছ থেকে কী ধরনের ভূমিকা চান?’
এসময় বৈঠকে সভাপতির দায়িত্বে থাকা স্পিকার শিরীন শারমিন বলেন, ‘বিরোধী দলকে সবসময় সময় দেওয়া হয়।’

এর আগে কাজী ফিরোজ আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে জ্যেষ্ঠতার বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।

বিরোধী দলের আরেক সদস্য ফখরুল ইমাম বলেন, ‘ব্যাংকগুলো ২০ হাজার কোটি টাকা মূলধন সহায়তা চেয়েছে সরকারের কাছে। এপর্যন্ত ৪৫ হাজার কোটি টাকা অবলোপন করা হয়েছে।  তারপরও ৮০ হাজার কোটি টাকা এখনও খেলাপি। বেসিক ব্যাংকের চার হাজার কোটি টাকা লুট হয়েছে, ফারমার্স ব্যাংকের কোনও খবর নাই। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির কোনও কুল কিনারা হয়নি।’

 

 

/ইএইচএস/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ