X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

লাশ হস্তান্তরে দীর্ঘসূত্রতার আশঙ্কা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলো ইউএস বাংলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৮, ১২:৫২আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১৫:৪১


বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতরা নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মরদেহ হস্তান্তর প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা দেখা দিতে পারে বলে ধারণা করছে ইউএস বাংলা কর্তৃপক্ষ। বুধবার সকাল ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে এই আশঙ্কার কথা জানান ইউএস বাংলার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম। লাশ হস্তান্তর প্রক্রিয়া দ্রুত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন তারা।

তিনি বলেন, ‘মঙ্গলবার (১৩ মার্চ) থেকে নেপালে লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে লাশ শনাক্তে কিছুটা জটিলতা দেখা দিতে পারে। কারণ, বেশিরভাগ লাশই আগুনে পুড়ে গেছে। তাই শনাক্তকরণ প্রক্রিয়া অনেক দীর্ঘ। ১৫ পাতার একটি ফরম পূরণ করতে হয়। সেটা দেখে লাশ শনাক্ত করতে না পারা গেলে ডিএনএ টেস্ট করার প্রয়োজন হবে। সেক্ষেত্রে নিহত ব্যক্তির স্বজনের সেখানে উপস্থিত থাকা জরুরি। তা না হলে ডিএনএ টেস্টও সম্ভব হবে না। ফলে লাশ হস্তান্তরে একটি দীর্ঘ সময় ব্যয় হতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমাদের বিমানমন্ত্রী সেখানে আছেন। নেপালের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এই দীর্ঘ প্রক্রিয়া দ্রুত করবেন বলে আশা করছি। এ বিষয়ে আমরা তার হস্তক্ষেপ কামনা করছি।’
কিছুটা অভিযোগের সুরে তিনি বলেন, ‘আমাদের প্রশাসনের লোকজন যেভাবে কাজ করে নেপালের প্রশাসন সেভাবে কাজ করে না। আমাদের হাতে যথেষ্ট ফ্লাইট আছে। শনাক্তকরণ হলে আমরা দ্রুত লাশ দেশে নিয়ে আসতে প্রস্তুত আছি। প্রয়োজনে আহতদের অন্য দেশে সুচিকিৎসার ব্যবস্থাও আমরা করবো।’

প্রসঙ্গত, সোমবার চারজন ক্রু ও ৬৭ যাত্রী, সব মিলিয়ে ৭১ জন আরোহী নিয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে রওনা দিয়ে নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছায়। অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়। এরপর বিমানবন্দরের কাছেই একটি ফুটবল মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। এতে ২৬ বাংলাদেশিসহ ৫১ জন নিহত হয়েছেন। আহত আটজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন:

বৃহস্পতিবার সারাদেশে শোক

/এসও/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
নেপালে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের দেরিতে সংসদীয় কমিটির ক্ষোভ
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী