X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

৮ জন ছাড়া বাকি লাশগুলোকে চেনার উপায় নেই: বিমানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৮, ২১:০৭আপডেট : ১৬ মার্চ ২০১৮, ২১:১৪

ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় বলছেন বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামাল (ছবি: সাজ্জাদ হোসেন) ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহতদের প্রসঙ্গে বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেছেন, ‘আমি আট জনের লাশ দেখেছি, যাদের চেনা যায়। বাকিদের চেনার উপায় নেই।’ শুক্রবার (১৬ মার্চ) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি এসব মন্তব্য করেন। সেখানে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন আহত শাহরিন আহমেদ, মেহেদী হাসান, তার স্ত্রী সৈয়দা কামরুন নাহার স্বর্ণা ও মেহেদীর ভাবি আলমুন নাহার অ্যানিকে দেখতে যান এই মন্ত্রী।

উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আহত ও নিহতদের স্বজনদের জন্য সরকার সব ধরনের সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন একেএম শাহজাহান কামাল। তার কথায়, ‘আইন অনুযায়ী সবাই ক্ষতিপূরণ পাবে। আমরা সবাইকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবো। যারা আহত হয়েছেন তাদেরও সহায়তা করা হবে। নেপালের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাপ্রধানের সঙ্গে দেখা করে বলেছি, হতাহতদের যেন দ্রুত দেশে ফিরিয়ে দেওয়া হয়।’

মন্ত্রী উল্লেখ করেন, উড়োজাহাজ দুর্ঘটনার তদন্ত হচ্ছে। তার ভাষ্য, ‘ফ্লাইট দুর্ঘটনার নিয়মানুযায়ী আমরা তদন্ত করে দেখছি। এরপর সব জানাতে পারবো।’

নেপালের পাঁচ জনের অবস্থা প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, “তিন জনের অবস্থা এখন ভালোর দিকে। নেপালের চিকিৎসকরা বলেছেন, বাকি দু’জন আইসিইউতে আছে। একজনের জ্ঞান ফিরেছে। তার সঙ্গে চিকিৎসকরা কথা বলেছেন। আরেকজনের এখনও জ্ঞান ফেরেনি।”

আহত শাহরিন আহমেদের খোঁজ নিচ্ছেন বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামাল গত ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগ-মুহূর্তে পাশের একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়। ৬৭ জন যাত্রীসহ ৭১ জন আরোহী ছিলেন ওই ফ্লাইটে। এর মধ্যে ৫১ জন নিহত হয়েছেন।

ওই উড়োজাহাজে থাকা ৩২ যাত্রীসহ ৩৬ বাংলাদেশির মধ্যে ২৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত ১০ বাংলাদেশির মধ্যে সাতজন নেপাল কর্তৃপক্ষের অনাপত্তিপত্র পেয়েছেন। এর মধ্যে একজনকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। আর ইয়াকুব আলী ও ইমরানা কবীর হাসিকে শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় কাঠমান্ডুতেই রেখে দিচ্ছেন চিকিৎসকরা।

/ এআইবি/টিওয়াই/জেএইচ/
সম্পর্কিত
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
নেপালে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের দেরিতে সংসদীয় কমিটির ক্ষোভ
সর্বশেষ খবর
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু