X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

চতুর্থ জানাজা শেষে ফয়সালের মরদেহ বাড়ির পথে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৮, ২২:১১আপডেট : ১৯ মার্চ ২০১৮, ২২:১৭

 

 



আহমেদ ফয়সাল নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বৈশাখী টেলিভিশনের রিপোর্টার আহমেদ ফয়সালের চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটির সামনে চতুর্থ জানাজা হয়। জানাজা শেষে সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর ফয়সালের মরদেহবাহী গাড়ি ৮টা ২০ মিনিটে শরিয়তপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়।
এর আগে সোমবার সকালের দিকে নেপালে ফয়সালের প্রথম জানাজ হয়। পরে মরদেহ দেশে আনার পর বিকালে আর্মি স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা হয়। সেখান থেকে তার কর্মস্থল বৈশাখী টেলিভিশনে সামনে হয় তৃতীয় জানাজা।
নিহত আহমেদ ফয়সালের মামা বিল্লাল ব্যাপারী বাংলা ট্রিবিউনকে জানান, রাতেই ফয়সালের মরদেহ তার গ্রামের বাড়ি শরিয়তপুর ডামুড্যা পৌরসভার ৬নং ওয়ার্ডে নিজ বাড়িতে নেওয়া হবে। সেখানে মঙ্গলবার (২০ মার্চ) সকাল ১০টায় পূর্ব মাদারীপুর সরকারি কলেজ ডামুড্যা মাঠে তার পঞ্চম জানাজা হওয়ার কথা। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তিনি বলেন, ‘গত ৮-১০ দিন আগে আমি ফয়সালদের ঝিগাতলার বাসায় গিয়েছিলাম, সেখানে ওর সঙ্গে দেখা হয়েছে। প্রথমেই একটা হাসি দিয়ে কথা বলেছিল। অনেক সময় ওর সঙ্গে কথা বলেছিলাম। এখন শুধু ওর হাসিটাই মনে পড়ছে।’
ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ফয়সালের চতুর্থ জানাজায় উপস্থিত ছিলেন ক্র্যাবের সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক সারোয়ার আলম, ঢাকা রিপোর্টস ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কুর আলী শুভ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

 

/এসজেএ/এইচআই/
সম্পর্কিত
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
নেপালে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনের দেরিতে সংসদীয় কমিটির ক্ষোভ
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী