X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সংকট: ঢাকায় আসছে নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৮, ২১:৩৩আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ২১:৪০

জাতিসংঘ চলমান রোহিঙ্গা সংকটের মধ্যে পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ মাসে ঢাকা আসার সম্ভাবনা আছে। প্রতিনিধিদলটির মিয়ানমারও  যাওয়ার কথা।

কূটনৈতিক সূত্র জানায়, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি নিকি হ্যালি এ প্রতিনিধিদলের সঙ্গে ঢাকায় আসতে পারেন।

আজ বুধবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর নিকি হ্যালি আসছেন কিনা জানতে চাইলে ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জোয়েল রিফম্যান বলেন, ‘আশা করি তিনি আসবেন। সফরের তারিখ এখনও নির্ধারণ হয়নি কিন্তু রাষ্ট্রদূত হ্যালি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের বাংলাদেশ সফরকে আমরা স্বাগত জানাই।’

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদলের এ মাসের ২৭ ও ২৮ তারিখ ঢাকা সফর করার সম্ভাবনা রয়েছে। তবে এটি পরিবর্তিত হতে পারে।

গত মার্চে বাংলাদেশ ও মিয়ানমারে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত হয়। ওই সময় নিরাপত্তা পরিষদের সভাপতি ছিল কুয়েত। ভেটো ক্ষমতার অধিকারী চীন ও রাশিয়া প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্তে কোনও আপত্তি করেনি। 

নিরাপত্তা পরিষদে একাধিকবার রোহিঙ্গা ও রাখাইন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ ইস্যুতে নিরাপত্তা পরিষদের প্রায় সব সদস্যের মনোভাব এক রকম হলেও ভেটো ক্ষমতার অধিকারী দুই-একটি দেশের কারণে শক্ত কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেন সরকারের ওই কর্মকর্তা।

গত ২৫ আগস্ট থেকে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর হামলা শুরু হলে এখন পর্যন্ত সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এর আগে থেকেই প্রায় তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে।

 

 

 

/এসএসজেড/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ