কোটা সংস্কারের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আন্দোলনে নেমেছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১১ এপ্রিল) সকাল থেকেই তারা রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন করতে থাকেন। এ কারণে পুরো নগরীতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
কোটা সংস্কারের দাবিতে সকাল থেকে নর্থসাউথ ইউনিভারসিটির শিক্ষার্থীরা বসুন্ধরা আবাসিক গেটের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন করতে থাকে। এতে বসুন্ধরা আবাসিক গেট থেকে কুড়িল প্রায় দুই হাজার গাড়ি আটকা পড়ে।
বিহঙ্গ পরিবহনের চালক গোলাম মর্তুজা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা জানতাম না এই সময় রাস্তা বন্ধ করে দেওয়া হবে। যাত্রীরা নেমে হেঁটে চলে যাচ্ছেন, কিন্তু আমরা এখন দিনভর আটকে থাকবো। ব্যবসাও গেল, সারা দিন কষ্ট করতে হবে রাস্তায়।
সকাল সোয়া ৯টা থেকে রাজধানীর পান্থপথ মোড় বন্ধ করে আন্দোলন শুরু করে ইউনিভারসিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) শিক্ষার্থীরা। সড়ক অবরোধের কারণে পান্থপথ বসুন্ধরা সিটি, কাঁঠালবাগান, গ্রিন রোডসহ আশপাশের পুরো এলাকার রাস্তা দিয়ে কোনও যানবাহন চলছে না।
সকাল ৯টা থেকে পান্থপথের শমরিতা হাসপাতালের সামনে মাইক্রোবাস নিয়ে আটকে আছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন ডাক্তার। ১০টা পর্যন্ত আটকে থাকার পর পরে তিনি হেঁটে মেডিক্যালে যান। তার গাড়ির চালক মোবারক হোসেন বলেন, ৯টা থেকে বসে আছি। সামনেও যেতে পারছি না, পেছনেও না। আমার মতো শত শত যানবাহন দাঁড়িয়ে আছে আশপাশের সড়কগুলোতে।
এদিকে নিউমার্কেট ও নীলক্ষেতের রাস্তা বন্ধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ওই এলাকায়ও যান চলাচলে স্থবিরতা বিরাজ করছে।
এদিকে ধানমন্ডি ২৭ থেকে ৩২ পর্যন্ত শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে এই পথের যানবাহনগুলোকে দুটি পথে ডাইভারশনের ব্যবস্থা করেছে পুলিশ। একটি ধানমন্ডির দিকে এবং অন্যটি শ্যামলীর দিকে। ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন।
এদিকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পাশে মোহাম্মদীয়া সুপার মার্কেটের সামনে পুলিশ মোতায়েন রয়েছে। এই সড়কটি বন্ধ থাকলেও হাসপাতালের অ্যাম্বুলেন্সগুলো যেতে দেওয়া হচ্ছে।